বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি সফিউল বারি বাবু ও সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের সার্বিক তত্বাবধায়নে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ৩ শতাধিক দুস্থ,অসহায় ও কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী উপহার সহ ইফতারী বিতরন করা হয়।
আজ বৃহস্পতিবার (২১ই)মে বেলা ১২ টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে ঈদ সমাগ্রী উপহার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু, যুগ্ম সম্পাদক তারিক সোলাইমান, আরমান সিকদার নুন্না,তৌফিকুল ইসলাম তুহিন,রিয়াজুল ইসলাম মিল্টন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের কর্মী গণ।
অন্যদিকে বিকালে নগরীর কাটপট্রি এলাকার প্রায় দেড় শতাধিক সাধারন মানুষের মাঝে ইফতারী বিতরন করা হয়।
উল্লেখ্য কভিড-১৯ করোনা ভাইরাস প্রাদুর্ভাব দূর্যোগকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের গুম,হত্যা ও কারাবরনকারী নেতা-কর্মীদের পরিবার সহ ১লা এপ্রিল থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে সাড়ে ৮শত পরিবারের মাথে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।