সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
করোনাভাইরাসের প্রভাবে দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়টির ৭৪ জন কর্মকর্তা তাদের ১ দিনের বেতন এ তহবিলে প্রদান করেন।বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক মো: আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে কর্মহীন দিন মজুর ও খেটে খাওয়া মানুষের সাহায্যের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের মোট ৭৪ জন কর্মকর্তা তাদের একদিনের বেতনের অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়েরর সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় চলমান যুদ্ধে আমরাও সামিল হতে চাই। সেই অনুভূতি থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগন এক দিনের সমপরিমাণ বেতনের অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। উক্ত সিদ্ধান্তের আলোকে কর্মকর্তাদের ১ দিনের সমপরিমাণ অর্থ বেতন থেকে কর্তন করার অনুরোধ জানিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পত্র দিয়েছি এবং সে অনুযায়ী ইতোমধ্যে অর্থ কর্তন করা হয়েছে।