বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
লকডাউনে বরিশালে আটকে পড়া, টিউশনি হারানো স্ব নির্ভর এবং পারিবারিক ভাবে অস্বচ্ছল, রোজগার বন্ধ আছে এমন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র কল্যাণ তহবিল ও শিক্ষকদের ব্যক্তিগত উদ্যোগে ২১ জন অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে ৪৩ হাজার টাকা পৌঁছে দেয় এই বিভাগটি।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মাসুম সিকদার জানান, করোনার মহামারিতে আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের খোঁজ খবর রাখছি।কোন শিক্ষার্থী অর্থাভাবে কষ্টে থাকলে বা অসুস্থ হলে তার পাশে দাঁড়াবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমরা সবাই মিলে এক পরিবার। শিক্ষার্থীদের ঘরে থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
অর্থ সহায়তা পাওয়া শিক্ষার্থী মাসরুর (রূপক নাম) জানান, টিউশনি করে বরিশালে নিজের ব্যয় বহন করতাম। লকডাউনেরর কারণে টিউশনিও বন্ধ ওদিকে বাসা ভাড়াও দিতে হচ্ছে প্রতিমাসে।পরিবারের নেই সঞ্চয়। এমন পরিস্থিতিতে এই সহায়তা একটু হলেও আনন্দের বন্যা বয়িয়ে দিচ্ছে।