শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বরিশাল নগরে ওয়ার্টার ক্যানন নিয়ে সড়কে নেমেছে মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে থেকে রাত অব্দি বরিশাল নগরের বান্দরোডে ওয়ার্টার ক্যানন নামে পুলিশের বিশেষ পানিবাহি যানবাহনের মাধ্যমে জীবানুনাশক স্প্রে করা হয় সড়ক ও ফুটপাতে।
যার ধারাবাহিকতা চলমান থাকবে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার (ডিসি) মোঃ জুলফিকার আলি হায়দার।
তিনি জানান, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থাৎ বিশেষ ও স্পর্শকাতর স্থান এবং এলাকাগুলোর সড়ক ও ফটুপাতে জীবানুনাশক এ স্প্রে করা হবে ওয়ার্টার ক্যানন দিয়ে। যা পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে মঙ্গলবার থেকে করা শুরু হয়েছে এবং চলমান থাকবে।
এদিকে বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ কমিশনার(উত্তর)মোঃ খাইরুল আলম মঙ্গলবার দুপুরে নগরের প্রবেশদ্বার নথুল্লাবদ বাস টার্মিনাল এলাকায় করোনা ভাইরাস সংক্রমন রোধে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেন।