সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
বরিশালে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটি । এ সময় জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক প্রদান এবং সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।
শনিবার (২১ মার্চ) বিকালে নগরের বিভিন্ন স্থানে পথচারী, রিকশাচালক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে মাস্ক ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরন করেন ওয়ার্কার্স পার্টির নেতাকর্মিরা।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও জেলা সভাপতি নজরুল হক নিলু, জেলা সদস্য কমরেড মোজাম্মেল হক ফিরোজ, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি শামিল শাহরোখ তমাল, জেলা নেতা মিন্টু দে আবুল কালাম, নজরুল তালুকদার, মহানগর নেতা ইমরান নূর নিরব প্রমুখ।