মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণে সংরক্ষিত বনের বালু উত্তোলন, হুমকিতে সবুজ বেষ্টনী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে গুমট পরিবেশ চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম বাউফল নারীর বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে ডাকাত বাহিনীর প্রধান ২০মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার  কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে ৫ দিন পাঞ্জা লড়ে মৃ-ত্যুর কাছে হার মানলেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা মহিপুরে অর্থের অভাবে অন্ধ হতে বসেছে শিশু তাওহিদ, সাহায্যের আবেদন সাবেক সংসদ সদস্য খুলনা-৬ আসনের রশীদুজ্জামান রযাবের হাতে গ্রেপ্তার কুয়াকাটায় হোটেল ভাংচুর, দখল ও অপহরণের  অভিযোগে সংবাদ সম্মেলন
করোনা ভাইরাস: চীনে সব স্টোর বন্ধ ঘোষণা করছে অ্যাপল

করোনা ভাইরাস: চীনে সব স্টোর বন্ধ ঘোষণা করছে অ্যাপল

Sharing is caring!

আগামী ৯ ফেব্রুয়ারি নাগাদ (রোববার) চীনে সব ধরনের স্টোর বন্ধ ঘোষণা করতে যাচ্ছে অ্যাপল। প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় কর্মীদের সুরক্ষায় আগাম পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।

এ বিষয়ে এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, চিকিৎসা বিশেষজ্ঞদের সবশেষ সতর্কতা ও পরামর্শ অনুযায়ী আমাদের কর্মীদের সুরক্ষায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে চীনে সব করপোরেট অফিস, স্টোর এমনকি কন্টাক সেন্টার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্টোরগুলো ফের দ্রুত চালু করার পদক্ষেপের অংশ হিসেবে ‘শিগগিরই’ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এর আগে চলতি সপ্তাহের প্রথমে চীনে তিনটি স্টোর বন্ধ করে দেয় অ্যাপল। করোনা ভাইরাস দ্রুত বিস্তার লাভ করায় সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এরইমধ্যে বিভিন্ন ফুড চেইনশপ চীনে তাদের আউটলেট সাময়িক বন্ধ করে দিয়েছে। যার মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস, স্টারবাক।

তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান চীনে তাদের কর্মীদের বাড়িতে অবস্থান করে কাজ করতে বলেছে। একইসঙ্গে ১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ খবর পর্যন্ত চীনে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বলা হচ্ছে ১১ হাজার ৭৯১ জন। আর চীনের বাইরে অন্তত ২০টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৯১ জন।

কমিশন জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ১ লাখ ১৮ হাজারেরও বেশি মানুষ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। চীনের হুবেই প্রদেশের উহান সিটিতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এ রোগের চিকিৎসায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD