মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মহিপুরে সমবায় অফিসার কে ঘুষ না দেওয়ায় আদালতে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ পটুয়াখালীর মহাসড়কে বাসের ধাক্কায় তহসিলদার মানিকের মৃত্যু পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন উপকূলীয় নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাশ নেই কোন ইলিশ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, তাপমাত্রা কমবে শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহকে বিএনপির মিছিলে হামলা ও দলীয় কার্যালয় ভাংচুররের ঘটনায় ৪ দিনের রিমান্ড সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে, তাদের পক্ষে কারও সাফাই গাওয়ার প্রশ্নই আসে না কলাপাড়ায় জাকির স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে সিকদার বাড়ি চ্যাম্পিয়ন কুয়াকাটায় একটি ইলিশ অনলাইনে ৬ হাজার টাকায় বিক্রি কলাপাড়ায় নিম্নবিত্তদের স্বস্থি দিতে সরাসরি কৃষকদের সবজি বাজার গুজব ছড়ানোর আগে তিনি নিজের ভাই-বোন-পরিবারের কথা চিন্তা করতে বলেছে : স্নিগ্ধ কলাপাড়ায় পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ সভাপতি গোসাই – সম্পাদক বিকাশ।কলাপাড়ায় শ্রীগুরু সঙ্ঘের কমিটি গঠন মহিপুরে নসিমনের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু তথ্য পরিচালক মনিরুজ্জামানের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
গভীর সাগরে ট্রলার নষ্ট, জেলেদের পিটিয়ে লুটপাট

গভীর সাগরে ট্রলার নষ্ট, জেলেদের পিটিয়ে লুটপাট

Sharing is caring!

গভীর সাগরে মাছ ধরার সময় রিপন ফকিরের মালিকানা ‘এফবি বরুজান বিবি-১’ ট্রলারের পাখা ভেঙে যায়। এরপর সাগরের ভাঙা এলাকায় গ্রাফি দিয়ে ট্রলারটি সেখানে অবস্থান নেয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১২টার দিকে ২০ জনের একটি সশস্ত্র দস্যু বাহিনী ট্রলারটিতে হামলা করে জেলেদের বেঁধে পিটিয়ে জখম করে প্রায় ১৫ লাখ টাকার মাছসহ রসদ সামগ্রী লুটে নিয়ে যায়।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ওই মালিকের ‘এফবি বরুজান বিবি-২’ ট্রলার জেলেদের উদ্ধারের জন্য রওনা হয়েছে।

ট্রলার মালিকের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মাছ ধরার জন্য বরগুনার নিন্দ্রা ছকিনা এলাকার রিপন ফকিরের মালিকানা এফবি বরুজান বিবি-১ ট্রলার নিয়ে ১৭ জন জেলে সাগরে যায়। পরে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ওই ট্রলারের পাখা ভেঙে গেলে বঙ্গোপসাগরের ভাঙা এলাকায় গ্রাফি দিয়ে অবস্থান ট্রলারটি। ওইদিন রাতে ট্রলারে সশস্ত্র দস্যু বাহিনী হামলার করে ১৭ জেলেকে বেঁধে পিটিয়ে জখম করে। এদের মধ্যে সগির হোসেন, মন্নান ও সোহেলের অবস্থা গুরুতর। পরে ট্রলারে থাকা প্রায় ১৫ লাখ মাছসহ রসদ সামগ্রী লুটে নিয়ে যায়। তবে দস্যুদের চিনতে পারেনি জেলেরা।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার শাহ জালাল বাংলানিউজকে বলেন, এমন খবর আমাদের জানানো হয়নি। বিষয়টি খোঁজ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD