মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
গ্লোবাল উইক অব ক্লাইমেট একশনস’র মানববন্ধন ও সভা কুয়াকাটায় অজ্ঞাত ব্যাক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত বরগুনায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত সবুজ ছাতিম রোপণের মধ্যে দিয়ে পটুয়াখালীর নতুন ডিসির যাত্রা একাদশ শ্রেণীর ২০২৫-২৬ শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত দেশকে ফ্যাসিবাদমুক্ত করার আগ পর্যন্ত স্বেচ্ছাসেবক দল রাজপথ ছাড়বেনা কুয়াকাটা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের  কমিটি গঠন কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি তারেক রহমানের নির্দেশে মুমূর্ষু শ্রমিকদল নেতার পাশে জিয়া উদ্দিন সিকদার সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কলাপাড়ার জহিরুল ইসলাম কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ’র দাবীতে  নির্বাহী প্রকৌশলীর(পাউবো) সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক মহিপুরে ২টি ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
বরগুনায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

বরগুনায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

Sharing is caring!

সোহাগ হাফিজ,বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত লজিক প্রকল্পের আওতাভুক্ত পিবিসিআরজি সেবামূলক স্কীমের অপারেশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ১৬ সেপ্টেম্বর) দিনব্যাপি আয়োজিত এ কর্মশালায় সদর উপজেলার ১৫টি অপারেশন ম্যানেজমেন্ট কমিটির সদস্যসহ মোট ৫৫ জন অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন আরাফাত রানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, স্থনীয় সরকার বিভাগ বরগুনা এর উপপরিচালক অনিমেষ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বরগুনা সদর উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহ্ফুজুর রহমান।

কর্মশালায় লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ জিল্লুর রহমান কমিটির দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ফ্যাসিলিটেটর মোঃ মনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে স্থনীয় সরকার বিভাগ বরগুনা এর উপপরিচালক অনিমেষ বিশ্বাস বলেন, “লজিক প্রকল্পের আওতায় বাস্তবায়িত ইনোভেটিভ স্কীমগুলো সঠিকভাবে পরিচালনার মাধ্যমে টেকসই করতে হবে।

এজন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।” বরগুনা সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, “কমিটির সভা নিয়মিত করতে হবে। তাতে স্কীমে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক সমাধান করা সম্ভব হবে।

” ইউপি চেয়ারম্যান মো. মাহ্ফুজুর রহমান বলেন, “কমিটির সদস্যরা দায়িত্বশীল হলে বাহিরের কারো সহযোগিতা ছাড়াই এসব স্কীম সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব।”

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “জলবায়ু সহনশীল এ স্কীমগুলোর টেকসই পরিচালনায় সরকার সবসময় পাশে আছে।

তাই আন্তরিকতার সাথে পরিচালনা করে জনগণকে সেবা গ্রহণের সুযোগ দিতে হবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD