শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন
ধর্ষণ-নির্যাতন: মোবাইলেই মেলে জরুরি সহায়তা

ধর্ষণ-নির্যাতন: মোবাইলেই মেলে জরুরি সহায়তা

Sharing is caring!

নারী ও শিশু নির্যাতনের ঘটনায় তাৎক্ষণিক জরুরি সহায়তা কীভাবে পাওয়া যায় তা নিয়ে জানার আগ্রহ সবার। সরকারি-বেসরকারি বেশ কিছু উপায় থাকলেও শুধু জানা নেই বলেই তাৎক্ষণিক সহায়তা পান না অনেকে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় আসে। এ প্রেক্ষাপটে  জরুরি সহায়তা পাওয়ার উপায়গুলো বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

জয় মোবাইল অ্যাপস

নির্যাতনের শিকার নারী ও শিশুকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে স্মার্টফোনে ব্যবহার উপযোগী মোবাইল অ্যাপ ‘জয়’। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই অ্যাপ ও এর সংশ্লিষ্ট বিষয়গুলো পরিচালিত হয়।

মোবাইলে অ্যাপটি ডাউনলোড করা থাকলে নির্যাতনের শিকার নারী-শিশুর জন্য ‘জরুরি অবস্থা’ মেন্যুতে ক্লিক করলেই বার্তা চলে যাবে সংশ্লিষ্টদের কাছে। আর সংকটাপন্ন অবস্থায় ‘হ্যাঁ’ বাটন চাপলেই ওই স্থানের ছবি, অডিও রেকর্ডিং, শর্ট মেসেজ এবং জিপিএস লোকেশন সংশ্লিষ্ট সংস্থার কাছে চলে যাবে। আর সংরক্ষণ বাটনে চাপ দিলে ওই তথ্যগুলো পরবর্তী সাক্ষ্য-প্রমাণ হিসেবে জমা থাকবে।

২০১৮ সালের ২৯ জুলাই চালু হওয়া অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে-স্টোরে

টোল ফ্রি ১০৯
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন টোল ফ্রি নম্বর ১০৯। নির্যাতনের শিকার নারী ১০৯ নম্বরে বিনাখরচে কল করে নিরাপত্তা সুবিধা পাবেন। কল করলে তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা বাহিনী ভুক্তভোগীকে উদ্ধারে উদ্যোগ নেবে।

৯৯৯-জাতীয় জরুরি সেবা
পুলিশ পরিচালিত জরুরি কল সেন্টার ৯৯৯। টোল ফ্রি এই নম্বর থেকে জরুরিভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায়। দেশের যেকোনো প্রান্ত থেকে ৯৯৯-এ কল করার মাধ্যমে এসব জরুরি সেবা নিতে পারবেন।

২০১৭ সালের ১২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই কল সেন্টারের সেবা চালু হয়। সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টাই চালু রয়েছে এটি। বর্তমানে এই কল সেন্টারে শতাধিক এজেন্ট জরুরি সেবা দেওয়ার কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রবি’র ইচ্ছেডানা
নারীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ‘ইচ্ছেডানা’ প্যাকেজ রয়েছে বেসরকারি মেবাইল ফোন অপারেটর রবি’র। এই সেবাটিতে ইমার্জেন্সি অ্যালার্টের মতো সুরক্ষা ফিচার রয়েছে। এর মাধ্যমে নারীরা তাদের পূর্ব-নিবন্ধিত তিনটি নম্বরে জরুরি প্রয়োজনে সঙ্গে সঙ্গে বর্তমান অবস্থান জানাতে পারবেন।

সেবাটি গ্রহণ করতে *৫৫৫# কোড ডায়াল করতে হবে।

*১২৩*৮০# ইউএসএসডি কোড ডায়াল করে বিনামূল্যে যেকোনো রবি প্রি-প্রেইড গ্রাহক এই সেবাটির জন্য নিবন্ধিত হতে পারবেন।

নিরাপত্তার জন্য যেসব নারী ঘরের বাইরে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য একটি বিশেষ বলয় তৈরি করবে এই সেবা। গত বছরের ১৫ জুন সেবাটির উদ্বোধন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD