বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
যশোরে নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ ইমরান হোসেন নামে এক মুদি দোকানদারকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার ইন্সপেক্টর আপারেশন তাসমিম আলম জানান, পুলিশের বিশেষ অভিযানে বুধবার ভোরে শহরের বারান্দিপাড়া বৌবাজার এলাকা থেকে ইমরান হোসেন নামে এক মুদি দোকানদারকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে নাইন এমএম পিস্তল, তিনরাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
এই অভিযানের নেতৃত্ব দেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। এ ব্যাপারে কোতয়ালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।