বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
পটুয়াখালী(কলাপাড়া)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আন্তজার্তিক প্রশমন দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে সচেতনতামূলক মাঠ মহড়া ও আলোচনা
সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্রেসক্লাব সভাপতি হুয়ামুন
কবির প্রমুখ।
মাঠ মহড়ার মাধ্যমে দুযোর্গকালীন সময়ে করনীয় সম্পর্কে জনসেতনতামূলক চিত্র তুলে ধরেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতারণ করা হয়।