বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা শ্রমিকলীগ দলীয় ৫০ বছর পূর্তি ও সুবর্ন জয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
আজ (১২ ই অক্টোবর) সকাল ৮টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচী পালনের শুভ উদ্ভোধন করা হয় এবং সকাল ১০ ঘটিকার সময় বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি-তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক-মিজানুর রহমান, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহিন ফরাজি, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,পৌর কমিটির সভাপতি আলমাস মোল্লা,সাধারণ সম্পাদক রফিক ও অন্যান্য নেতৃবৃন্দ।পরে শ্রমিকলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সেখানে বঙ্গবন্ধুর আদর্শের কথা তুলে ধরে এবং দেশে বর্তমানে সরকারের উন্নয়ন মুলক কার্যক্রম সম্পর্কিত আলোচনা করা হয়।উপস্থিত জেলার সকল নেতা কর্মীরা সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারা আরো বলেন, দেশের বর্তমান সরকারের উন্নয়ন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আরো এগিয়ে নিতে দলের দুঃসময়ে একান্তই কাছে থাকা আওয়ামী বান্ধব জাতীয় শ্রমিকলীগ সব সময় দলের যেকোন কার্যক্রমে ভুমিকা রেখেছে এবং বর্তমানেও শেখ হাসিনা সরকারের উন্নয়নমুলক কার্যক্রমে অপরিসীম ভুমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।