বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা।
বুধবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আসায় জেলার অধিকাংশ বাসাবাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে এ পূজা অনুষ্ঠিত হয়।
এসময় মন্ত্রচারন, শাঁক, উলুধ্বনি এবং ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে হিন্দু পাড়াগুলো। পরে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পন করেন ভক্তরা।
শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। এছাড়া বুধবার রাতে কর্মকার পট্টিতে প্যান্ডেল করে নানা আয়োজনে মেটে ওঠে সনাতন ধর্মাবলম্বিরা।
মধ্যরাত পর্যন্ত নাচ গান উপহার প্রদান এবং নানা ধরনের খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকেন সনাতনী ব্যবসায়ী এবং তরুণরা।
কলাপাড়া পৌর শহরের স্বর্ণকার পট্টি পুষ্প জুয়েলার্স এর স্বত্বাধিকারী বিশ্বজিৎ কর্মকার বলেন, প্রতিবছরের মত আজ এখানকার কর্মকারগণ বিভিন্ন অনুষ্ঠান ও আনন্দে দিনটিকে উপভোগ করেছি।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া