সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক
বরিশালে সরকার পতনের এক দফা দাবি,বিএনপির রোডমার্চ

বরিশালে সরকার পতনের এক দফা দাবি,বিএনপির রোডমার্চ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স :

বরিশাল থেকে বিএনপির রোডমার্চ শুরু, শেষ হবে পিরোজপুরে বরিশাল, সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নে বরিশালসহ দক্ষিণাঞ্চলে রোডমার্চ কর্মসূচি করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১০টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে রোডমার্চ কর্মসূচি শুরু হয়। এতে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কর্মসূচি থেকে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দোলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুত্তির দাবি জানানো হয়। এর আগে সকালে বঙ্গবন্ধু উদ্যান সমাবেশ করে দলটি। বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর, আলতাব হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, যুগ্ম মহাসচিব ও বরিশাল বিভাগীয় রোডমার্চ বাস্তবায়ন কমিটির দলনেতা হারুন অর রশিদসহ কেন্দ্রীয় নেতারা। রোড মার্চ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই বিভাগের জেলা ও উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সমবেত হতে থাকেন। মটরসাইকেল, ট্রাক, প্রাইভেটকার, মিনি পিকআপ যোগে তারা রোডমার্চে অংশ নেন। এসময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন বহন করতে দেখা যায়। সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, দেশের মানুষ আজ দূর্ভসহ জীবন যাপন করছে। দেশে প্রত্যেকটি জিনিসের দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ হালাল উপার্যন করে জীবিকা নির্বাহ করতে পারছে না। আর এ নিয়ে কেউ প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে জেলে দিচ্ছে। এথেকে দেশ ও দেশের মানুষ মুক্তি চায়। নেতৃবৃন্দরা বলেন, সরকার মেগা প্রকল্পের নামে মেগা দূর্ণীতি করে কোটি কোটি টাকা লুটে নিয়েছে। তারা আরো বলেন, ব্যর্থ আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে আরেকটি পাতানো নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চাইছে। এর বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। নেতৃবৃন্দরা বলেন, বিএনপি এক দফার আন্দোলন করে এই সরকারের পতন ঘটাবে। এই সরকার বিনা ভোটের সরকার তারা পুনরায় একক ভাবে ভোট করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু এদেশে নির্দোলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি সহ সরিক দলগুলো নির্বাচনে যাবেনা। সমাবেশের শেষে রোডমার্চটি বরিশাল থেকে শুরু হয়ে নগরীর রূপাতলী হয়ে ঝালকাঠি এলজিইডি মোড় হয়ে রাজাপুর, ভান্ডারিয়া হয়ে পিরোজপুরের শিয়ালকাঠি এলাকায় গিয়ে শেষ হবে। পথে বেশ কয়েকটি জায়গায় পথসভা হবে। এতে বরিশালের ৬ জেলা ও ৪২টি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতারা অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD