বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: সাভারে একটি হাউজিংয়ের কোম্পানির ভেতরে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ৬৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা।
এর আগে শুক্রবার সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা রারাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানা থেকে এসেছিলেন এবং সেখানে গোপনে রুকন সম্মেলন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়। তারা সেখানে গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। এসময় তাদের কাছ থেকে ৭টি ককটেল, জিহাদি বই, ব্যানার, লিফলেট, হ্যান্ড মাইক, লাঠিসোঠাসহ চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেপ্তারকৃত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাজধানী ও দেশের বিভিন্ন এলাকা থেকে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করার উদ্দেশ্যে গোপনে মিলিত হয়ে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছিলেন। এসময় তাঁদের কাছ থেকে ককটেলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এঘটনায় শুক্রবার রাতেই তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।