বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: ২৭ আগস্ট, ২০২২ রোজ: শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং সকল পণ্যের মূল্য বৃদ্ধি ও ভোলার পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম সেচ্ছাসেবক দল নেতা আঃ রহিমকে হত্যার প্রতিবাদে মুলাদী উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সাবেক ও বর্তমান সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান, জিয়া পরিবারের আইনজীবী, এডভোকেট জয়নুল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ( বরিশাল বিভাগ) এডভোকেট বিলকিস জাহান শিরিন,এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ,সঞ্চালনায় ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য সচিব জনাব মিজানুর রহমান খান মুকুল সহ বিএনপির মুলাদী উপজেলা ও পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ সহ উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক জনাব সাইফুল্লাহ ফুয়াদ দেওয়ান।