মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ পটুয়াখালীতে ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: জব্দ  হলো অবৈধ ভ্যাকু পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র সংগ্রহ তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে হাদী হত্যাকাণ্ড -রহমাতুল্লাহ শহীদ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোক: পটুয়াখালী সরকারি জুবিলী স্কুলে উৎসবের ধৃষ্টতা হাদীর মৃত্যু’তে সারাদেশে শোকের ছায়া-পটুয়াখালীতে জামায়াত নেতা আন-নাহিয়ান এর অনুমতিতে কনসার্ট পিপলস রাইট ফাউন্ডেশনের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান নলছিটিতে শোকের মাতম বরিশালে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত ইসলামিক রিচার্স সেন্টার বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা নগরীতে ফের মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে সন্ত্রাসী নাক কাটা রুবেল বরিশালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব র‌্যালি সহ বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে জামায়াত
মাছের বাজারে চড়া দাম অস্বস্তিতে ক্রেতা

মাছের বাজারে চড়া দাম অস্বস্তিতে ক্রেতা

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধি: ‘মাছে ভাতে বাঙালি’ কথাটি বর্তমান পরিস্থিতিতে শুধু বইপুস্তকেই সীমাবদ্ধ। দিন যত যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মাছের দামও। প্রতি সপ্তাহেই মাছের দাম বৃদ্ধি পাচ্ছে কেজিতে ২০ টাকা থেকে ৫০ টাকা।

গরীবের মাছের চাহিদা পূরণ করার মাছগুলোর মধ্যে অন্যতম পাঙাশ ও তেলাপিয়া মাছের দামও এখন প্রায় ২০০ টাকা ছুঁইছুঁই। ক্রেতারা বলছেন, বর্তমান বাজারে ১৬০-১৭০ টাকার নিচে কোন মাছই নেই বাজারে। যে মাছ আগে ৮০-১০০ টাকা হলেই কেনা যেত, এখন তা লাগে ২০০ টাকা।

২৩ আগস্ট মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীর বিভিন্ন বাজার ঘুরে ঘুরে দেখা গেছে, বাজারে মাছের দাম এত বেশি যে, নিম্ন আয়ের মানুষ বাজারে ঘুরাঘুরি করেও মাছের দামের সাথে পাল্লা দিতে না পেরে মাছ না কিনেই খালি হাতে বাজার ছাড়ছেন। অনেকে আবার বিরক্তি প্রকাশ করছেন। এদিকে মাছ ব্যবসায়ীরা বলেন, হাওড়, বিল, নদী-নালায় বর্ষার পানি না থাকায় মাছ কম পাওয়া যাচ্ছে।

পুকুরের চাষ করা কমদামি মাছগুলোর মধ্যে অন্যতম পাঙ্গাশ ও তেলাপিয়া মাছের দামও প্রায় ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে সরেজমিনে দেখা গেছে, পাঙ্গাস মাছ ১৮০-২২০ টাকা; তেলাপিয়া ২২০-২৬০ টাকা, কাতল মাছ ৩০০-৩৫০ টাকা, রুই ৩৫০-৪০০ টাকা, গ্রাস কার্প মাছ ৩০০-৩৫০ টাকা, ট্যাংরা ৫০০-৬০০ টাকা, কই ২০০ টাকা, বোয়াল ৬০০ টাকা, অন্যান্য ছোট মাছ ২৫০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নথুল্লাবাদ বাজারের রাজু এবং চৌমাথা বাজারের মাছ ব্যবসায়ী মামুন বলেন, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে মাছের বাজার কিছুটা চড়া। জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য পরিবহন খরচও বেড়েছে তাই মাছের দাম একটু বেশি। এখন প্রতি সপ্তাহেই দাম ১০-২০ টাকা বাড়ছে, আবার কোনো সপ্তাহে কমেও।

তবে দাম বাড়ার পরিমাণই বেশি। তিনি আরও বলেন, আড়তদাররা প্রতি সপ্তাহেই বিভিন্ন অজুহাতে মাছের দাম বাড়ায়। বাধ্য হয়ে বেশি দাম দিয়ে কিনে ক্রেতাদের কাছে চড়া দামে বিক্রি করতে হয়। চৌমাথা বাজারে মাছ কিনতে আসা ক্রেতা গোলাম মোস্তফা বলেন, বর্তমানে শুধু মাছের বাজার না। নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দামই লাগামহীনভাবে বাড়ছে। কিছুদিন আগেই বাজারে এলে ১০০-১৫০ টাকা হলেই এক দিনের মাছ কেনা যেত, বর্তমানে ২০০-২৫০ টাকার নিচে কোন মাছই কেনা সম্ভব না। এরকম চলতে থাকলে মাছের স্বাদ আমাদের মত বাঙালিরা ভুলেই যাবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD