বুধবার, ০৯ Jul ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার(০৮ জুলাই) সকালে খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নানা রকম প্রতিবন্ধকতা ও অনিয়মের কারণে মাদ্রাসা শিক্ষা কিছুটা পিছিয়ে রয়েছে।
তিনি মানসম্মত শিক্ষা দানে শিক্ষকদের আন্তরিক হতে অনুরোধ করেন। সেই সাথে প্রতিষ্ঠানের দুর্বলতা চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।
মুসলিম অধ্যুষিত এলাকায় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব প্রচারে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ রাখেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মুহাম্মদ শামছুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ, প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নাসির উদ্দিন, উপজেলা জামাত ইসলামীর আমির মাওলানা আবদুল কাইউমসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া