সোমবার, ৩০ Jun ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল জেলা শাখার উদ্যোগে “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
এই শিক্ষামূলক আয়োজন বরিশাল নগরীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে শাখার শতাধিক সাথী অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সগীর বিন সাঈদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ আকবর হোসেন, এবং জেলা সেক্রেটারি সাইয়্যেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শহীদের রক্ত বৃথা যেতে পারে না।
কাফেলাকে এগিয়ে নেওয়ার জন্য সাথীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাথীদেরকে শহীদের নাজরানা পেশ করতে হবে, আত্মত্যাগে প্রস্তুত থাকতে হবে। সমাজের অন্ধকার দূর করতে প্রত্যেক সাথীকে একটি আলোকবর্তিকা হয়ে আলো ছড়াতে হবে।”
সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ আকবর হোসেন জনশক্তিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আপনারা ছাত্রশিবিরের নেতৃত্বাধীন কাফেলার শ্রেষ্ঠ নির্বাচিত সদস্য। আপনাদেরকে শুধু নিজের জীবন নয়, এই জাতির ভবিষ্যৎ পরিবর্তনের জন্য গড়ে তুলতে হবে।
আমাদের দ্বীনি দায়িত্ব, সময়ানুবর্তিতা, চরিত্র গঠন ও সাংগঠনিক নিষ্ঠা—এসবই আমাদের সংগ্রামের হাতিয়ার। দাওয়াতি কাজের পরিধি সম্প্রসারণ এবং সকল পর্যায়ের জনশক্তিকে ধারাবাহিক প্রশিক্ষণের আওতায় আনাই হবে আমাদের মূল দায়িত্ব। তিনি আদর্শিক দৃঢ়তা, আত্মশুদ্ধি ও যুগোপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বরিশাল জেলা শাখার বর্তমান ও সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁরা তরুণ কর্মীদের উদ্দেশে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন। আয়োজকরা জানান, এই বৈঠকের মাধ্যমে সাথীদের আদর্শিক প্রস্তুতি, সাংগঠনিক দক্ষতা ও আত্মিক পরিশুদ্ধির পথে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।