মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জমির বায়না টাকা নিয়ে বিপাকে পড়ে কুয়াকাটায় ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন কুয়াকাটায় জেলের জালে ১৫ কেজির পাঙ্গাস কলাপাড়ায় ২ লাখ মিটার কারেন্ট জালসহ ১৩শ’ পিচ চায়না দুয়ারী জাল জব্দ বরিশালে ওয়াদা সংস্থার আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে মাতৃদুগ্ধপান কর্ণার স্থাপন বিষয়ক এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনা আজ মোদীর টুপির নিচে লুকিয়ে আছেন/ জয়নুল আবেদীন কলাপাড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে গুরুতর জখম \ গ্রেফতার ২ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ’ ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে কুয়াকাটায় মশাল মিছিল ‎বরিশালে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি সম্পন্ন ‎ কলাপাড়ায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল আমীর খসরু: বলেছেন, আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আহবায়ক সজল, সদস্য সচিব কালা।।কলাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী আজ

এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী আজ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী আজ বুধবার (১০ আগস্ট)। তার ভক্তরা আজও নানা মাধ্যেমে খুঁজে ফেরেন চিরস্মরণীয় এই শিল্পীকে। কিন্তু নড়াইলে নিজ জন্মস্থানে গিয়েই যেন তার স্মৃতিকে পান অনেকটাই ম্লান হিসেবে। চিত্রাপাড়ে সুলতান ঘাট নির্মাণ কাজ থমকে আছে। তেমন উন্নয়ন নেই সুলতান সংগ্রহশালারও।

নড়াইলবাসীর কাছে ‘লাল মিয়া’ নামেই পরিচিত শেখ মোহাম্মদ সুলতান। ১৯২৪ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। ১৯২৮ সালে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে শুরু হয় আনুষ্ঠানিক লেখাপড়া অধ্যায়। ১৯৪১ সালে কোলকাতা আর্ট কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে প্রথমস্থান অধিকার করেন এসএম সুলতান। এরপর ১৯৪৬ সালে ভারতের সিমলায় প্রথম চিত্র প্রদর্শনী হয় সুলতানের। তারপর থেকে একে একে তার আঁকা ছবি নিয়ে প্রদর্শনী হয় লাহোর, করাচি, নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন শহরে।

চিত্রশিল্পী হিসেবে দেশি-বিদেশি বিভিন্ন স্বীকৃতি রয়েছে তার। একুশে পদক, স্বাধীনতা পদকের মতো সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন তিনি। কর্মময় জীবনে প্রাপ্তি হিসেবে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, চারুশিল্পী সংসদ সম্মাননা রয়েছে তার ঝুলিতে।

বরেণ্য এই চিত্রশিল্পীর নড়াইলের বাসভবন ঘিরে গড়ে উঠেছে সুলতান সংগ্রহশালা ‘শিশু স্বর্গ-আর্ট কলেজ’। পর্যটকদের ভিড়ে তা প্রতিদিনই জমজমাট থাকে। মানুষ এই খ্যাতিমান শিল্পীর তুলির টান আর স্মৃতিচিহ্ন দেখতে ছুটে আসেন দূর-দূরান্ত থেকে।

চিত্রা নদীর পাড়ে শিল্পীর স্মৃতিধন্য বিভিন্ন স্থাপনা সংস্কারের উদ্যোগের কথা উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, এমএস সুলতার কমপ্লেক্স এবং শিশু স্বর্গ-আর্ট কলেজের বিভিন্ন সংস্কার কাজ এরই মধ্যে হাতে নিয়েছি আমরা। যদি বাজেট পাস হয়, তাহলে সামনে এমএস সুলতার কমপ্লেক্সর আরও শ্রীবৃদ্ধি হবে বলে আশা রাখছি।

চিত্রশিল্পী ছাড়াও এসএম সুলতান ছিলেন সুর সাধক, বাঁশিও বাজাতেন তিনি। ১৯৯৪ সালের ১০ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান বিশ্ব বরেণ্য এই চিত্রশিল্পী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD