মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর কমিটির ৫ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী হাওলাদারের মৃত্যুতে ওয়ার্ডের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল রাখার লক্ষ্যে ওই কমিটির ১নং সহ সভাপতি আলমতাজ বেগমকে ভারপ্রাপ্ত সভাপতি ও কেফায়েত হোসেন রনিকে সাধারণ সম্পাদক হিসাবে ওয়ার্ডের সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৩ আগস্ট অনুষ্ঠিত মহানগর কমিটির এক জরুরি সভার মাধ্যমে উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ৫ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।