বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
অনলাইন ডেক্স: রংপুর বিভাগে দিন দিন করোনায় আক্রান্তদের হার বৃদ্ধি পাওয়ায় ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৭ জুলাই) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটের পশ্চিমে নতুন একটি ভবনে এ ইউনিট চালু হবে। সরঞ্জামাদিসহ সার্বিক প্রস্তুতি নিতে সপ্তাহখানেক সময় লাগবে। ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে।
তিনি আরও বলেন, রংপুরে দিন দিন করোনা রোগীদের চাপ বাড়ছে। ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে রোগীদের আসন ফাঁকা নেই। এর পরিপ্রেক্ষিতে রংপুর মেডিক্যালে গত ৩ জুলাই করোনা ইউনিট চালু করা হয়েছে। আরও সর্বাত্মক প্রস্তুতি হিসেবে ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ডটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আপাতত দু’টি আইসিইউ বেড থাকবে। তবে আমরা আরও ১০টি আইসিইউ বেড চালুর চেষ্টা চালাচ্ছি।