বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
প্রতিষ্ঠা বার্ষিকীতে সদর উপজেলা যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প বঙ্গোগসাগরে ঘূর্নিঝড় মোন্থা,পায়রা বন্দরে ০২ নম্বর হুশিয়ারী সংকেত মহিপুরে রাখাইন শিশুদের অংশগ্রহণে বাতিঘর’র বৃক্ষ রোপণ বাউফলে বিএনপি নেতা তসলিম তালুকদারের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন বরিশালে প্রায় দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ গণ ধর্ষণের ঘটনায় ৪ জনের ফাঁসির আদেশ ময়নাতদন্ত রিপোর্টে আঘাতের চিহ্ন না থাকলেও আদালতে হত্যা মামলায় চার্জশিট গলাচিপায় ৬ পরিবার ভিটে বাড়ি ছাড়া নগরীতে প্রবাসী স্ত্রীর জমি দখলে প্রতিপক্ষ মরিয়া বসতঘর ভাঙচুর ও লুটের অভিযোগে মামলা বাংলাদেশ বানীর শ্রেষ্ঠ প্রতিনিধি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যান সমিতির পরিচিতি সভা হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অপসারনের দাবিতে পর্যটন ব্যবসায়ীদের মানববন্ধন নারায়নগঞ্জের আলোচিত হ/ত্যা মামলর আসামি ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পটুয়াখালী র‌্যাব-৮ মহিপুরে বরফ কলের বিপজ্জনক অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অসুস্থ ২০ নানা আয়োজনে কলাপাড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত
উষ্ণতার এক টুকরো দেয়াল

উষ্ণতার এক টুকরো দেয়াল

Sharing is caring!

ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। অবস্থাসম্পন্ন মানুষরা নিজেদের প্রয়োজনীয় গরম পোশাকের ব্যবস্থা করতে পারলেও নিঃস্ব ও অসহায়দের শীতে কাবু হয়েই থাকতে হয়। তাদের অনেকেই মানুষের কাছে হাত পাততেও দ্বিধায় ভোগেন। 

ওই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে একটু উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কিছু উদ্যমী শিক্ষার্থী শুরু করেছেন ‘ইচ্ছের দেয়াল’ কার্যক্রম। দেয়ালটিতে যাদের ইচ্ছে, তাদের অপ্রয়োজনীয় কাপড়গুলো রেখে যেতে পারবেন এবং যাদের প্রয়োজন, তারা ইচ্ছে করলেই নিয়ে যেতে পারবেন।

কুবি ক্যাম্পাস সংলগ্ন আনসার ক্যাম্প মোড়ের দেয়ালে দৃষ্টিনন্দন চিত্রাঙ্কন করে চলছে এ মানবিক কার্যক্রম। দেয়ালিকায় আঁকা প্রতীকী ছবিতে দেখা যাচ্ছে- একটি বাচ্চা মেয়ে শীতে কষ্ট করছে। কেউ তার হাতে কাপড় তুলে দেয়ায় মুখে হাসি ফুটে উঠেছে। সমাজের অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষত যাদের শীতে অনেক দুর্ভোগ পোহাতে হয়, তাদের প্রতীকায়িত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ইচ্ছের দেয়াল মূলত ‘মানবতার দেয়াল’ থেকেই অনুপ্রাণিত। কিন্তু তারা ভিন্ন কিছু যুক্ত করেছেন। শীতে কষ্ট পাওয়ার চিত্রের পাশাপাশি মহান বিজয়ের মাসে স্মৃতিসৌধ সংবলিত বিজয়ের চিত্র তুলে ধরেছেন তারা, যেন পথচারীদের আকৃষ্ট করতে পারে।

প্রধান উদ্যোক্তা কুবি সায়েন্স ক্লাবের সভাপতি ও গণিত বিভাগের স্নাতকোত্তরের ছাত্র মো. ওবায়দুল হক অবি বলেন, ‘ভালো লাগার বিষয় হলো, আমরা যে কাপড়গুলো বিকালে ঝুলিয়ে রেখে এসেছিলাম, সেগুলো সন্ধ্যা হতে না হতেই যাদের প্রয়োজন, তারা এসে নিয়ে গেছেন।’ 

‘তাই সবার প্রতি আহ্বান থাকবে, ইচ্ছের দেয়ালে যেন সবাই কিছু না কিছু অবদান রাখেন। সবার এই ছোট্ট কাজই অনেকের কাছে উষ্ণতার পরশ হয়ে উঠবে।’

‘ইচ্ছের দেয়াল’ ইতিমধ্যে ক্যাম্পাস ও আশপাশের লোকজনের কাছে বেশ প্রশংসিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী তাসমিনা নাজনীন বলেন, ‘ইচ্ছের দেয়াল’র মাধ্যমে অসহায় শীতার্ত মানুষকে সাহায্য করা আমাদের জন্য খুব সহজতর হয়েছে।’ 

চিত্রাঙ্কনসহ দেয়ালটির বিভিন্ন বিষয়ে স্বতঃস্ফূর্ত সহায়তা দেয়া টিনা, মাহবুব, অপর্ণা, সুপ্রিয়, রাহাত ও ফাহিম বলেন, অপ্রয়োজনীয় কাপড় যে কেউ ঝুলিয়ে আসতে পারেন অথবা জানালে তারাই সংগ্রহ করে নেবেন। সব মানুষ নিজ নিজ অবস্থান থেকে উষ্ণতার ভাগাভাগিতে অবদান রাখবেন- এমনটাই প্রত্যাশা করেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD