মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের সাতলায় আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিন মাহমুদ হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যপক আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মীসহ শত শত নারী-পুরুষ ভোটারদের সমাগম হয়। ২১ মার্চ রবিবার দুপুর দেড় টায় শিবপুর ৩নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী শাহিন হাওলাদারের বাড়ীতে মতবিনিময় সভায় শূভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিন মাহমুদ হাওলাদার। স্থানীয় খালেক হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন হাওলাদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাসুম বিল্লাহ । উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুবাস চন্দ্র রায়, আওয়ামীলীগ নেতা মোঃ রুহুল আমিন, বর্তমান ইউপি সদস্য মিল্টন বাড়ৈ, ইউপি সদস্য প্রার্থী মোঃ ওয়াদুত সরদার, শাহিন হাওলাদার, ছাত্রলীগ নেতা জাহিদ রানাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এসময় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শাহিন হাওলাদার বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন ১১ এপ্রিল সাতলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেছেন। মতবিনিময় সভায় আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শাহিন হাওলাদারকে নারী-পুরুষ ভোটাররা ফুলেল শূভেচ্ছা জানান। এছাড়াও তিনি বিভিন্ন বাড়ীতে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।