শনিবার, ০৫ Jul ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন
বরিশালে আসবে ৫০ হাজার করোনার টিকা

বরিশালে আসবে ৫০ হাজার করোনার টিকা

Sharing is caring!

বরিশাল জেলায় প্রথম ধাপে আসবে প্রায় ৫০ হাজার করোনার টিকা। ইতিমধ্যে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ মিলে এসব ভ্যাকসিনের চাহিদাপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বরিশালে আসা মাত্রই প্রায় ১৫ ক্যাটাগড়ির মানুষের মধ্যে এসব ভ্যাকসিন প্রদান করা হবে।

সিভিল সার্জন ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি জানুয়ারি মাসের প্রথম দিকে জেলা-উপজেলা প্রশাসনের সহায়তায় প্রথম ধাপে ৫০ হাজার করোনা ভ্যাকসিনের চাহিদাপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এছাড়াও বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ১৬ জানুয়ারি জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় ।

আরও জানা গেছে , স্বাস্থ্য অধিদফতর থেকে প্রস্তুত করে ভ্যাকসিন প্রত্যাশীদের জন্য একটি আবেদন ফরম পাঠানো হয়েছে। যা স্বাস্থ্য বিভাগের সহায়তায় অনলাইনে আবেদনটি পূরণ করে সাবমিট করতে হবে। এসব কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২৫ বা ২৬ জানুয়ারির মধ্যে ৫০ লাখ করোনার টিকা দেশে আসবে।

এর পাশাপাশি ভারত সরকার উপহার স্বরূপ বাংলাদেশকে কিছু টিকা দেবে। বেসরকারি পর্যায়ে আমদানি ও টিকাদানের ব্যবস্থা রাখা হবে। তবে সেক্ষেত্রে টিকার দাম সরকার নির্ধারণ করে দেবে। এর নীতিমালাও তৈরির প্রক্রিয়া চলছে।

করোনাভাইরাস জনজীবনকে অচলাবস্থা করে দিয়েছে। কবে এ পরিস্থিতি স্বাভাবিক হবে কারো জানা নেই । তাই সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে সঠিকভাবে ভ্যাকসিন সরবরাহ ও জনসাধারণের মাঝে প্রদান করার জন্য প্রশাসনকে অনুরোধ ।

বরিশালের সিভিল সার্জন ডাক্তার মনোয়ার হোসেন  জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষকে করোনার টিকা প্রদান করবে। সে অনুযায়ী বরিশাল জেলায় প্রথম ধাপে ৫০ হাজার ভ্যাকসিনের চাহিদাপত্র পাঠানো হয়েছে।

বাংলাদেশে আসার পর বরিশালে দ্রুত সময়ের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী সদস্য, ডাক্তার-নার্স, স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ ১৫ ক্যাটাগড়ির মানুষের মাঝে প্রদান করা হবে।

তবে এর আওতায় গর্ভবতী মা, সত্তরোর্ধ্ব বয়স্ক মানুষ ও ১৮ বছরের নিচে কিশোর-কিশোরীরা থাকবে না। ভ্যাকসিন সংরক্ষণ, প্রদানসহ যাবতীয় সকল কার্যক্রমে জেলা প্রশাসনকে সহযোগিতা করবে সিভিল সার্জন কর্তৃপক্ষ।

বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, বরিশাল জেলায় করোনা ভ্যাকসিন সরবরাহের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রথম ধাপে ৫০ হাজার ভ্যাকসিনের চাহিদা পাঠানোর পাশাপাশি ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া ভ্যাকসিন সংরক্ষণ ও প্রদান করার জন্য জেলা-উপজেলা প্রশাসন, ডাক্তার-নার্স, স্বাস্থ্যবিভাগ সহ সংশ্লিষ্টদের প্রস্তুত করা হচ্ছে।

ভ্যাকসিন প্রদানের জন্য ঢাকায় প্রশিক্ষণ নেওয়ার পর বরিশালেও প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রশিক্ষিত জনবল বাড়িয়ে দ্রুত সময়ের মধ্যে প্রথম ধাপে করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধাদের ভ্যাকসিন প্রদান করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD