সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, তাপমাত্রা কমবে শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহকে বিএনপির মিছিলে হামলা ও দলীয় কার্যালয় ভাংচুররের ঘটনায় ৪ দিনের রিমান্ড সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে, তাদের পক্ষে কারও সাফাই গাওয়ার প্রশ্নই আসে না কলাপাড়ায় জাকির স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে সিকদার বাড়ি চ্যাম্পিয়ন কুয়াকাটায় একটি ইলিশ অনলাইনে ৬ হাজার টাকায় বিক্রি কলাপাড়ায় নিম্নবিত্তদের স্বস্থি দিতে সরাসরি কৃষকদের সবজি বাজার গুজব ছড়ানোর আগে তিনি নিজের ভাই-বোন-পরিবারের কথা চিন্তা করতে বলেছে : স্নিগ্ধ কলাপাড়ায় পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ সভাপতি গোসাই – সম্পাদক বিকাশ।কলাপাড়ায় শ্রীগুরু সঙ্ঘের কমিটি গঠন মহিপুরে নসিমনের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু তথ্য পরিচালক মনিরুজ্জামানের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক কলাপাড়ায় আমন মৌসুমে উফসী জাতের ধানের নিবিড়তা বৃদ্ধিকরন শীর্ষক মাঠ দিবস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান বাংলাদেশ প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে কারাগারে পাঠিয়েছেন আদালত
একাদশ শ্রেনীর অনলাইন ভিত্তিক পাঠদান শুরু, নেই অধিকাংশ শিক্ষার্থী হাতে স্মার্ট ফোন

একাদশ শ্রেনীর অনলাইন ভিত্তিক পাঠদান শুরু, নেই অধিকাংশ শিক্ষার্থী হাতে স্মার্ট ফোন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে একাদশ শ্রেনীর অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রম। সারা দেশের ন্যায় রবিবার থেকে এ উপজেলার ৬ টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনলাইন ভিত্তিক পাঠদানের সুযোগ পাচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবছর নতুন করে ভর্তি হওয়া একাদশ শ্রেনীর শিক্ষার্থীরা পাঠদান থেকে পিছিয়ে পড়ে। এ কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে এক ধরনের উৎসাহ উদ্দীপনা। স্বস্তির নিশ্বাস ফেলছেন অভিভাবকরাও। তবে স্মার্টফোন না থাকায় ভার্চুয়াল পাঠদান কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিক্ষার্থী। আবার সহপাঠীদের সাহায্য নিয়ে কিংবা গ্রুপ পদ্ধতিতে অনেক শিক্ষার্থী অংশ গ্রহন করছেন পাঠদান কার্যক্রমে।
কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী মো. ইমরান জানান, করোনার কারনে দীর্ঘ দিন কলেজ বন্ধ থাকার পর এখন অনলাইন ক্লাস শুরু হয়েছে। কিন্তু স্মার্ট ফোন না থাকায় ক্লাস গুলো দেখতে পারছিনা। অপর শিক্ষার্থী মোসা.দুলিয়া জানান, দীর্ঘ দিন ধরে ক্লাস বন্ধ থাকায় আমাদের লোখাপাড়ায় বেশ ক্ষতি হয়েছে। এখন অনলাইন ক্লাশ চালু হয়েছে। এর মাধ্যমে কিছুটা হলেও শিখতে পারবো।
কলাপাড়া মহিলা কলেজের উচ্চতর গনিত বিভাগের প্রভাষক মো.মাসুম বিল্লাহ বলেন, অনলাই ক্লাশের মাধ্যমে আমাদের কলেজের শিক্ষার্থীদের পাঠদানের চেষ্টা করছি। আশা করি কিছুটা হলেও শিক্ষার্থীরা এর মাধ্যমে শিখতে পারবে।
কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সি এম সাইফুর রহমান খান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কুয়াকাটা খানাবাদ কলেজে জুলাই মাস থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। কিন্তু এ এলাকায় উপজাতি রাখাইন অধ্যুষিত ও জেলে পল্লির অধিকাংশ ছাত্র ছাত্রীর হাতে স্মার্ট ফোন না থাকায় এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো.আবু সাইদ বলেন, শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে এ উদ্যোগ নেয়া হয়েছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সকল শিক্ষকদের ইয়ে ভার্চুয়াল মিটিং করে অনলাইন ক্লাশ কার্যক্রম শুরু করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD