রবিবার, ১৩ Jul ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় পাঁচ কিমি কাঁচা সড়কে হাঁটুজল দুর্ভোগে পথচারীরা কলাপাড়া প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি কুয়াকাটায় জলবায়ু মোকাবেলায় রাখাইন জনগোষ্ঠীর প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ সভাপতি জাবেদ, সম্পাদক সোয়েব।।ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত জাগুয়া ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটুয়াখালীতে ৪টি বিদ্যালয়ে এসএসসি  পরীক্ষায় পাশ করতে পারেনি ১ জনও বাউফলে টানা বৃষ্টিপাতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ দুর্ভোগে জনজীবন কলাপাড়ায় গোল্ডেন জিপিএ ফাইভ পেল সাংবাদিক পুত্র নূর বরিশাল মহানগর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন কলাপাড়ায় উন্নত চিকিৎসা দিতে অসুস্থ সাপের এক্সরে লন্ডনে “ গনতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমান শীর্ষক” আলোচনা সভায়: জহির উদ্দিন স্বপন কলাপাড়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা কলাপাড়ায় মসজিদ-মন্দির উন্নয়ন বরাদ্দের টাকা লোপাটের অভিযোগ পুলিশের মৃদু লাঠিচার্যে সড়ক ছেড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময়
কলাপাড়ায় নানা আয়োজনে রথ উৎসব অনুষ্ঠিত

কলাপাড়ায় নানা আয়োজনে রথ উৎসব অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা।

শুক্রবার সকাল নয়টায় উপজেলার অধিকাংশ মন্দিরে দর্শন আরতী ও বাল্যভোগের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। পরে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-শুভদ্রা দেবীর শীবিগ্রহ রথে আনায়ন করা হয়।

এসময় কাঁশর ঘন্টা, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। বিকালে রথযাত্রার বর্নাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে এ উৎসবটি উৎযাপন করবে সনাতনীরা। এ সময় মন্দির গুলোতে সনাতনীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট মন্দির থেকে বিকাল ৩টায় রথ যাত্রা অনুষ্ঠান শুরু হয়।  চিংগুড়িয়া সার্বজনীন দূর্গা মন্দিরে বিকাল ৪টায় এ উপলক্ষে পূণ্যার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠে রথ উৎসবের আনুষ্ঠানিকতা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ এবং হাজারো পূণ্যার্থী।

শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট মন্দিরের পূণ্যার্থী শিবাজি কর্মকার বলেন, ভাই বন্ধুদের সাথে প্রসাদ গ্রহণ এবং রথ উৎসবে অংশ নিতে পেরে অনেক আনন্দ অনুভব করছি। আশা করছি আগামী বছর আরও জাঁকজমক অনুষ্ঠান হবে।

চিংগুড়িয়া সার্বজনীন দূর্গা মন্দিরের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দেবাশীষ সিকদার কালা বলেন, মন্দির প্রাঙ্গণে সকালে মন্দির দর্শন আরতী ও বাল্যভোগ সেই সাথে কাঁশর ঘন্টা, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে শুরু হয় আনুষ্ঠানিকতা। বিকালে রথযাত্রা ও বর্নাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে দিনটিকে উপভোগ করেন সনাতন ধর্মাবলম্বীরা।

তিনি আরও বলেন, কলাপাড়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, ৫ আগষ্টের পর থেকে সনাতন ধর্মাবলম্বীদের সকল ধর্মীয় অনুষ্ঠান যাতে নিরাপদে করতে পারে আমারা উপস্থিত হয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি।

ভবিষ্যতেও সকল ধর্মীয় অনুষ্ঠানে আমাদের উপস্থিতি এবং নিরাপত্তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। মোয়াজ্জেম হোসেন ২৭-০৬-২০২৫। কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD