বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স :মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রতিবছরই সেপ্টেম্বরে নিয়ম করে আইফোন উন্মোচন করে। করোনা পরিস্থিতিরি কারণে চলতি বছর এক মাস পিছিয়ে আইফোন ১২ আসবে অক্টোবরে। আর সেই তারিখ হতে পারে ১২ অক্টোবর।
বেশকিছু সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, আইফোনের পাশাপাশি আইপ্যাড এবং নতুন অ্যাপল ওয়াচ আনবে প্রতিষ্ঠানটি। আর সেগুলোর ঘোষণা হবে ৭ সেপ্টেম্বর। সেই ঘোষণাও আসবে ভার্চুয়ালি।
তবে অক্টোবরে যে আইফোন আসবে তার ঘোষণায় খুব আনুষ্ঠানিকতা নাও আসতে পারে। আর সেসবের বিক্রি শুরু হবে মাসের শেষ থেকেই। আইফোন ১২ সিরিজে বেশকিছু পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানা গেছে।
নতুন আইফোনের সবচেয়ে বড় চমক থাকবে ক্যামেরায়। অ্যাপলের আইফোন ১২ সিরিজে উচ্চমানসম্পন্ন সেমকো ও সানি অপটিক্যাল লেন্স ব্যবহার করা হচ্ছে।
অ্যাপল বিশ্লেষক মিং সি কুয়ো বলেছেন, নতুন আইফোন ১২ দুটি সংস্করণে বাজারে আসতে পারে। একটি হবে ৬ দশমিক ১ ইঞ্চি স্ক্রিন সুবিধার, আরেকটি ৬ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিন সুবিধার।