রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
আজ ০৬ আগস্ট তারিখে বরিশাল জেলায় নতুন করে ৪৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ৪৫ জন সহ অদ্যাবধি এ জেলায় ২৫৮১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ ০৬ আগস্ট এ জেলায় করোনা আক্রান্ত ৩৫ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১৭৫৩ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আজ ০৬ আগস্ট এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। অদ্যাবধি এ জেলায় ৪৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী উজিরপুর উপজেলার ০৩ জন, বাকেরগঞ্জ উপজেলার ০৩ জন, হিজলা উপজেলার ০২ জন, মুলাদী উপজেলার ০১ জন, গৌরনদী উপজেলার ০১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ০১ জন, বানারীপাড়া উপজেলার ০১ জন স্বাস্থ্যকর্মী, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত লুৎফুর রহমান সড়ক, বান্দ রোড, সদর রোড, ব্রাউন কম্পাউন্ড প্রত্যেক এলাকার ০৩ জন করে ১২ জন, বটতলা এলাকার ০২ জন, অক্সফোর্ড মিশন রোড, গড়িয়ার পাড়, স্ব-রোড, ভাটিখানা, বিএম কলেজ রোড, মুন্সী গ্যারেজ, কাউনিয়া, কাশীপুর, নবগ্রাম রোড, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ০১ জন করে ১০ জন, ব্যাংকে কর্মরত ০১ জন, র্যাব-৮ এ কর্মরত ০১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ০২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০৩ জন নার্স ও ০১ জন স্টাফ, সদর জেনারেল হাসপাতালে কর্মরত ০১ জন চিকিৎসকসহ মোট ৪৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৯৯ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৮৮০ জন, উজিরপুর উপজেলায় ১৪৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১০৪ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৪২ জন, হিজলা উপজেলায় ৪৬ জন, বানারীপাড়া উপজেলায় ৫৯ জন, মুলাদী উপজেলায় ৬৪ জন, গৌরনদী উপজেলায় ৮০ জন, আগৈলঝাড়া উপজেলায় ৬৩ জন করে মোট ২৫৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৭ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।
আজ আগৈলঝাড়া উপজেলার ০১ জন ইউপি সদস্য করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অদ্যাবধি এ জেলার বিভিন্ন পর্যায়ের ০৩ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন।
অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১০ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
আজ শনাক্ত হওয়া বানারীপাড়া উপজেলার ০১ জন স্বাস্থ্যকর্মী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০৩ জন নার্স ও ০১ জন স্টাফ, সদর জেনারেল হাসপাতালে কর্মরত ০১ জন চিকিৎসকসহ অদ্যাবধি এ জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ৩২৫ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
সকলকে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহনে চলাচল, দাপ্তরিক কর্মকান্ড ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।