বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ভুয়া ডাক্তারকে এক মাসের কারাদণ্ড গ্লোবাল উইক অব ক্লাইমেট একশনস’র মানববন্ধন ও সভা কুয়াকাটায় অজ্ঞাত ব্যাক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত বরগুনায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত সবুজ ছাতিম রোপণের মধ্যে দিয়ে পটুয়াখালীর নতুন ডিসির যাত্রা একাদশ শ্রেণীর ২০২৫-২৬ শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত দেশকে ফ্যাসিবাদমুক্ত করার আগ পর্যন্ত স্বেচ্ছাসেবক দল রাজপথ ছাড়বেনা কুয়াকাটা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের  কমিটি গঠন কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি তারেক রহমানের নির্দেশে মুমূর্ষু শ্রমিকদল নেতার পাশে জিয়া উদ্দিন সিকদার সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কলাপাড়ার জহিরুল ইসলাম কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ’র দাবীতে  নির্বাহী প্রকৌশলীর(পাউবো) সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক
বরিশালে মুখোমুখি আ.লীগ ও প্রশাসন

বরিশালে মুখোমুখি আ.লীগ ও প্রশাসন

Sharing is caring!

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী ‘সরকারি বরিশাল কলেজ’ এর নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবনে এ কলেজটি স্থাপিত। তার স্মরণে কলেজের নাম সংশোধন করে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’ যুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শিক্ষামন্ত্রণালয় এ বিষয়ে কাজও শুরু করেছে। তবে নাম পরিবর্তনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন কলেজের সাবেক শিক্ষার্থীদের ব্যানারে একটি পক্ষ। এই পক্ষের নেতৃত্বে রয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

শনিবার সকালে তারা নগরীর অশ্বিনী কুমার হল চত্বরের সামনে মানববন্ধন করে সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। সাবেক শিক্ষার্থী নামে মানববন্ধন কর্মসূচি পালন করা হলেও এতে অংশ নিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গিরের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। যারা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অনুসারী হিসাবে নগরীতে পরিচিত।

জানা গেছে, সরকারি বরিশাল কলেজের নামের সঙ্গে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’ যুক্ত করার জন্য গত ফেব্রুয়ারিতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়। এ সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় বরিশাল শিক্ষা বোর্ডের মতামত চেয়ে গত ২৯ জুন চিঠি দিয়েছে। এ প্রসঙ্গে সরকারি বরিশাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন সিকদার বলেন, কলেজের নাম পরিবর্তনের প্রস্তাব জেলা প্রশাসক করছেন। এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে মতামত দিতে বলেছে। বোর্ড চেয়ারম্যান গত সপ্তাহে এসে তথ্য উপাত্ত নিয়েছেন। তিনি বলেন, হয়তো কোনো মানুষের দাবীর প্রেক্ষিতে এই নাম পরিবর্তনের কার্যক্রম চলছে। গত বছর কলেজে অনুষ্ঠিত অশ্বিনী মেলায় জেলা প্রশাসকের কাছে অনুষ্ঠানের আয়োজক অশ্বিনী কুমার স্মৃতি সংসদ নেতারা এই দাবী তুলেছিলেন।

নামরকনের সিদ্ধান্ত বাতিলের দাবীতে শনিবার অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি, সরকারি বরিশাল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর। তিনি বক্তৃতায় জেলা প্রশাসকের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন কার স্বার্থে সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরন করার প্রস্তাব দিয়েছেন’? একেএম জাহাঙ্গীর বলেন, সরকারি বরিশাল কলেজের নামের সঙ্গে অনেক স্মৃতি জড়িত। নাম পরিবর্তন করতে দেওয়া হবে না। অশ্বিনী কুমার দত্তকে খাটো করে দেখি না। কলেজ ক্যাম্পাসে তার নামের স্মৃতি রাখতে হলে ছাত্রাবাস, জাদুঘর নির্মাণ করার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, সরকারি বরিশাল কলেজ প্রতিষ্ঠাকালে অশ্বিনী কুমার দত্তের কোনো অবদান ছিল না। তিনি সম্পত্তি বিক্রি করে গেছেন। শহীদ আ. রব সেরনিয়াবাত (মেয়র সাদিকের দাদা), অ্যাডভোকেট আবদুর রহমান বিশ্বাস (সাবেক রাষ্ট্রপতি), গোলাম মাওলা (সাবেক পৌর মেয়র) সহ বিভিন্ন গুণিজনের উদ্যোগ ও অর্থায়নে কলেজটি প্রতিষ্ঠিত হয়। তাই কারো নামে এই কলেজের নাম পরিবর্তন হতে পারে না।

বরিশাল মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন সিটি কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান, সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, ছাত্রলীগ নেতা রইস আহমেদ মান্না, রাসেল হোসেন, আরিয়ন হৃদয় প্রমুখ।

এ বিষয়ে জানতে বরিশালের বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের নেতাদের ফোন দেওয়া হলেও তারা মন্তব্য করতে চাননি। তবে সম্মিলিত সামাজিক আন্দোলনের বরিশাল জেলা সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, গত বছর অশ্বিনী মেলায় কলেজের নাম ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’ প্রস্তাব করেছিলেন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। তাদের দাবীর প্রেক্ষিতে কলেজটির নাম পরিবর্তন হওয়া উচিত।

এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, নাম পরিবর্তনের বিষয়টি অনেক পুরনো দাবী। এটি সবাই জানেন। বরিশালের সুধী সমাবেশের দাবীর প্রেক্ষিতে কলেজটির নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এখন কোনো পক্ষ যদি এই নাম পরিবর্তনের বিপরীতে অবস্থান নেয় তবে মন্ত্রণালয় তা বিবেচনা করবেন।

প্রসঙ্গত, নগরীর কালিবাড়ি সড়কে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবন ছিল। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মাগান্ধীসহ ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতারা বরিশালে এলে এ বাড়িতে অবস্থান করতেন। অশ্বিনী কুমার দত্ত সপরিবারে ভারতে চলে যাওয়ার পর ১৯৬৩ সালে ‘বরিশাল কলেজ’ নাম দিয়ে প্রথমে নাইট ও পরে দিবাকলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ কলেজটি জাতীয়করন ঘোষণা করেন।

সূত্র: আলোকিত বাংলাদেশ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD