মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
খুব দ্রুত ভাইরাল হতে চাইলে ভাবতে হবে একটু ভিন্নভাবেই। যেমন খুব সাধারণ পরোটা নিয়েও কথা হচ্ছে বিশেষ আকারের কারণে। সকালের নাস্তায় কখনো সন্ধ্যায় কত ধরনের মজার মজার পরোটাই তৈরি হয় বাড়িতে বা রেস্তোরাঁয়।
এগুলো কোনোটা গোল কোনোটা আবার ত্রিকোণ বা চার কোণার হয়। কিন্তু এবার এসব আকার পেছনে ফেলে আলোচনায় উঠে এসেছে মাস্ক পরোটা।
আমরা জানি মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রথম আমরা যে পদক্ষেপ নেই সেটি হচ্ছে এই মাস্ক পরে বাইরে যাওয়া। কিন্তু কখনও এমন মাস্কের মতো দেখতে পরোটার কথা কখনো ভেবেছেন?
সম্প্রতি তামিলনাড়ুর মাদুরাইতে টেম্পল সিটি নামের একটি রেস্তোরাঁ প্রথম মাস্ক পরোটা বানায়। তাদের দেখাদেখি এখন গোটা দেশে অনেকেই এমন দেখতে পরোটা বানাচ্ছে।
এস সতীশ নামের এক শেফ এমন দেখতে পরোটা বানিয়েছিলেন। অনেকেই এই শেপ নিয়ে মজা করলেও, তিনি বলেছেন, মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করাই তার উদ্দেশ্য।
মাদুরাইয়ের ওই রেস্তোরাঁ মাস্ক পরোটার ছবি শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে।