শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়ে বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেনের পাশে দাড়িয়েছেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি।
মোশাররফ হোসেনের চিকিৎসার জন্য নগদ দুই লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি। যারমধ্য দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী।
পারিবারিক সূত্রে জানাগেছে, সম্প্রতি কিডনি জনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন আজকের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মোশাররফ হোসেন।
তাকে ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউন্ড এন্ড রিসার্স সেন্টারে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। সেখানে চিকিৎসা শেষ করে তাকে বরিশালে নিয়ে আসা হয়। পরবর্তী কোভিড-১৯ পরীক্ষায় তার শরীরে করোনা ধরা পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে পুনরায় ঢাকায় নিয়ে চিকিৎসা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে তার চিকিৎসা সহায়তায় মোশাররফ হোসেন এর পাশে এসে দাঁড়ান পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি। চিকিৎসা সহায়তার অংশ হিসেবে সোমবার (৮ জুন) মোশারফ হোসেন এর ভাই কে.এম এনায়েত হোসেন এর হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন তিনি।
আর্থিক সহায়তা প্রদানকালে বরিশাল নগরীর পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মাহামুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও মহানগর ছাত্রলীগের নেতা মাহাদুর রহমান মাহাদ।
এর আগে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মোশাররফ হোসেনের চিকিৎসায় এক লক্ষ টাকা প্রদান করেন।