বুধবার, ০২ Jul ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন লক্ষ্য রাখতে হবে আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দাগি আসামি যাতে দলে ভিড়তে না পারে (আবদুল আউয়াল মিন্টু) কলাপাড়ায় নানা আয়োজনে রথ উৎসব অনুষ্ঠিত বরিশালে জিয়া সড়ক রাস্তা ও ড্রেনেজ সংস্কারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর নিহত যুবদল নেতার কন্যার বিয়েতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান
বরিশালে পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের স্বীকার যুবক

বরিশালে পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের স্বীকার যুবক

Sharing is caring!

বরিশালের বিমানবন্দর থানাধীন ২নং কাশিপুর ইউনিয়নের গুর্গেবাড়ি রোডের আলাউদ্দীন রাঢ়ীর বাড়িতে পরকীয়া করতে গিয়ে গণধোলাইয়ের স্বীকার হন এক যুবক।

স্থানীয় গোপন সূত্র জানায়,২২ ই মে শুক্রবার রাত সাড়ে ৯ টার আলাউদ্দীন রাঢ়ীর ভাড়াটিয়া নুপুরের বাসায় একজন অপরিচিত যুবকের উপস্থিতি টের পায় নামাজ শেষ করে বাড়িতে ফিরতে থাকা স্থানীয় মুসুল্লিরা। এ সময়ে নুপুরের স্বামী সাকুরা পরিবহনে কাজের সুবাদে দীর্ঘদিন বাড়িতে না থাকায় বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা বাসার ভেতরে কে আছেন জিজ্ঞাসা করতেই ঘড়ের ভেতর থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে মুসুল্লিদের গণপিটুনির স্বীকার হন ওই যুবক।রাতের বেলা অন্ধকার থাকায় তারা যুবককে নিয়ে লাইটের আলোর নিকটে গেলে দেখেন স্থানীয় কাশিপুর চৌমাথা খোরশেদ খলিফার ছেলে রুবেল।
এ সময়ে মুসুল্লিদের প্রশ্নের জবাবে রুবেল জানান নূপুরের স্বামী তার পূর্বপরিচিত হওয়ায় দেখা করার জন্য এসেছেন তিনি কিন্তু দৌড়ে পালানোর চেষ্টা কেন করলেন তার কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

নুপুরের প্রতিবেশী রাকিবের মা সাংবাদিকদের জানান,প্রায় রাতেই বিভিন্ন লোকজনের যাতায়াত হয় নুপুরের বাসায়।এর আগেও অনৈতিক কাজের জন্য নুপুরকে বাসা ছেড়ে যাওয়ার আদেশ করেন স্থানীয় ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লা।
কিন্তু নূপুরের বাড়ির মালিক আলাউদ্দিন রাঢ়ীর ও স্থানীয় অসাধু দেহ ব্যবসায়ীদের মদদে ওই সময়ে বেঁচে যায় নুপুর।

এদিকে রাত পেরোতেই ঘটনা উল্টো প্রবাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে রুবেল। এয়ারপোর্টে থানাপুলিশকে মিথ্যা অভিযোগ দিয়ে পরকীয়ায় বাধাদানকারীদের হয়রানি করছে গণপিটুনির স্বীকার রুবেল ও তার সহোযোগী মামুন।
ছিনতাইয়ের মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা ক্ষতিপূরণ দাবি করছেন রাকিব,সুমন,মালেক,রাহাত,বাবুসহ সকলের পরিবারের কাছে।

এ ব্যাপারে কাউন্সিলর কালাম মোল্লা জানান,রুবেল নামের এক যুবককে মারধোরের কথা শুনেছি। পরকীয়া নয় বিষয়টি পূর্বশত্রুতার জেরে হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে রুবেল জানান,কাউন্সিলর কালাম মোল্লার গরু কিনতে দেয়া ৫১ হাজার টাকা ছিনতাইয়ের জন্যই রাহাত,রাকিব,বাবু ও তাদের সহোযোগীরা আমার উপরে হামলা করেছে।পরকীয়ার বিষয়টি মিথ্যা।
রুবেলের সাংবাদিকদের দেয়া তথ্য অনুযায়ী ৫১৭৫০ টাকা ছিনতাই হলেও সকালে উপস্থিত সাংবাদিকদের এ ব্যাপারে কোন কথা জানান নি কাউন্সিলর কালাম মোল্লা।এমনকি ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন নুপুর।নুপুরকে খুঁজে না পাওয়ায় বিষয়টিতে মুসুল্লি ও স্থানীয়দের দেয়া তথ্যের পুরোপুরি মিল পাওয়া গেলেও ধোয়াশায় থেকেই যাচ্ছে বিষয়টি।

এ ব্যাপারে জানতে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ বিন আলমকে ফোন দিলে কলটি রিসিভ করেননি তিনি।

এ ঘটনা চলাকালীন কালাম মোল্লার কাউন্সিলর কার্যালয়ে গোপন শালিসি চলছে বলে জানায় স্থানীয় গোপন সূত্র।

 

source : voice of barisal /a rahman

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD