শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে বাসচাপায় স্কুলছাত্রী ইসরাত জাহান স্নেহা (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা ও ভাই।
শনিবার (৮ ডিমেম্বর) রাত পৌনে ৭টার দিকে গুলশান বাশতলা কনফিডেন্স টাওয়ার সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ইসরাত গাজিপুরের শাহাজাহান মিয়ার মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে বনশ্রী প্রজেক্ট এলাকায় থাকতো। সে বনশ্রীতে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী।
গুলশানথানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবুবকরসিদ্দিক জানান,
শাহজাহান মিয়াতারমেয়েইসরাতওছেলেসাহেদকে নিয়েমোটরসাইকেলে করেতাদেরগ্রামের বাড়িগাজিপুর যাচ্ছিলেন। পথেগুলশানবাশতলাকনফিডেন্স টাওয়ারের সামনেপৌঁছলেযাত্রীবাহী একটিবাসতাদেরমোটরসাইকেলকে ধাক্কাদেয়।এতেতারাছিটকেপড়েগেলেওইবাসচাপায় ঘটনাস্থলেই ইসরাতের মৃত্যুহয়।আহতহনশাহজাহানসহ তারআরেকসন্তানসাহেদ।তবেতারাভালআছেন।
দুর্ঘটনার পরপরইঘাতকযাত্রীবাহী বাসটিকে জব্দ ও তার চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি আবুবকরসিদ্দিক।