শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
মরণঘাতী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব এর সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিৎ করে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর পাঠাগার সম্পাদক মো. রুবেল খান বলেন, দেশে করোনা সংকটের বিষয়টিতে গুরুত্ব দিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রেসক্লাবের সকল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
বরিশাল প্রেসক্লাব এর সভাপতি এড. মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি তপংকর চক্রবর্তী, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, পাঠাগার সম্পাদক মোঃ রুবেল খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুখেন্দু এদবর, ক্রীড়া সম্পাদক কে.এম নয়ন, দপ্তর সম্পাদক এম মোফাজ্জেল, কার্যকরী পরিষদের সদস্য নুরুল আলম ফরিদ, সুমন চৌধুরী, জাকির হোসেন।
এছাড়াও আমন্ত্রীত সদস্যদের মধ্যে প্রেসক্লাবের সিনিয়র সদস্য এম.এম আমজাদ হোসাইন, সদস্য সৈয়দ দুলাল, হুমায়ুন কবির, মুরাদ আহমেদ উপস্থিত ছিলেন।