মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেক্স: সম্প্রতি সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এ ভাইরাস ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতটুকু পারে পদক্ষেপ নেবে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধ করা হবে না।
চবি’র সাংস্কৃতিক সংগঠন অঙ্গন’র ৩০ বছর পূর্তিতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এসব কথা বলেন।
বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য।
ড. শিরীণ আখতার বলেন, অঙ্গন আজ ৩০ বছরে পা দিয়েছে। ৩০ বছর পর্যন্ত টিকে থাকা যেকোনো সংগঠনের জন্য বড় অর্জন। আমি যখন বাংলা বিভাগের শিক্ষক হই তখন একটি সংগঠন তৈরি করেছিলাম। কিন্তু সেটা ৫ বছরও টেকেনি। তাই এগিয়ে যেতে হলে লক্ষ্য স্থির করে চেষ্টা চালিয়ে যেতে হবে।
অঙ্গনের সভাপতি অধ্যাপক ড. রহমান নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ স্ট্যাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির, অঙ্গনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা।