শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে দৈনিক যুগান্তরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শনিবার বেলা ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।
প্রেসক্লাব প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালের পাদদেশে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এর আগে দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম, মানবাধিকার জোটের সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার, সাবেক সাংসদ টিপু সুলতান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, কবি হেনরী স্বপন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলু, নারী সংগঠক রহিমা সুলতানা কাজল, শিক্ষক নেতা দাশগুপ্ত আশীষ কুমার, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সহকারি রেজিষ্ট্রার বাহাউদ্দিন গোলাপ, ডাঃ মিজানুর রহমান, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিন্টু কর, মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি কাজী মিরাজ মাহামুদ, ইত্তেফাক ব্যুরো প্রধান শাহীন হাফিজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, ক্রিড়া সম্পাদক কেএম নয়ন, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, যুগান্তর বরিশাল ব্যুরো রিপোর্টার সাইদুর রহমান পান্থ, তন্ময় তপু, আহম্মেদ নাসির, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সুখেন্দু এদবর প্রমূখ।
এর আগে বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেসুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য কাজী আনোয়ার পারভেজ রানা’র আত্মার শান্তি কামণায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।