শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
 
								
                            
                       
শীতের চলতি মৌসুমটাকে অনেকটা ইলিশশূন্য মৌসুম হিসেবে হিসেবে পরিচিতো। তবে চলতি মৌসুমের বর্তমান সময়ে বাজারে বেশ ভালোই ইলিশের দেখা মিলছে। সরবরাহ থাকায় শুধু বরিশাল নগরের পোর্ট রোডস্থ পাইকার বাজারে নয় স্থানীয় খুচরো বাজারগুলোতে ইলিশের দেখা মিলছে।
আর ব্যবসায়ীরা বলছেন, শুধু স্থানীয় বাজার নয়, বরিশাল থেকে দেশের বিভিন্ন স্থানেও এসব ইলিশ পাঠানো হচ্ছে। আর আমদানি ভালো থাকায় দামও অনেকটাই কম।
মৎস্য বিভাগের কর্মকর্তাদের দেয়া তথ্যানুযায়ী, ইলিশের দুটি মৌসুম সেপ্টেম্বর-অক্টোবর এবং জানুয়ারী-ফেব্রুয়ারি। অতি আহরনের কারনে ইলিশের দুটি মৌসুমের মধ্যে একটি (জানুয়ারি-ফেব্রুয়ারি) বিলুপ্ত হয়ে গিয়েছিলো। তবে বিগত কয়েক বছরে সরকারের নানা উদ্যোগের কারণে অভ্যন্তরীন নদ-নদী ও সাগরে ইলিশের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি হারানো মৌসুমেও দেখা মিলছে ইলিশের। তবে জেলেরা বলছে, মনুষ্য সৃষ্ট নানান প্রতিবন্ধকতার কারনে এবং আবহাওয়া ও প্রাকৃতিক নানান বিপর্যয়ের কারনে ইলিশের আমদানি অনেকটাই কমে যাচ্ছিলো, বিশেষ করে নদীতে ইলিশ তেমন একটা ধরা পরছিলো না। তবে চলতি বছরে সাগরের পাশাপাশি নদীতে মৌসুমে এবং মৌসুম ছাড়া কিছু ইলিশ ধরা পড়ছে।
পোর্টরোডর মৎস ব্যবসায়ী মাসুম জানান, শীত মৌসুমে ইলিশের চাহিদা তেমন একটা থাকে না, তাই এসময়টাতে দাম এমনিতেও কম থাকে। আবার সম্প্রতি নদ-নদীতে ইলিশ ধরা পড়ায় দাম আরো কমে গেছে। বর্তমান সময়ে ৫ শত গ্রাম থেকে ১২ শত গ্রাম পর্যন্ত আকার ভেদে ইলিশ মনপ্রতি ২০ থেকে ৩৬ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) ড. বিমল চন্দ্র দাস বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মা ইলিশ রক্ষা, জাটকা নিধন বন্ধ এবং কারেন্ট জালসহ বিভিন্ন অবৈধ জাল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা এবং অভিযানের কারণে ইলিশের উৎপাদন বেড়ে গেছে। আর একই সাথে প্রায় ২০ বছর আগের মৌসুম ফিরে এসেছে এবং বর্তমান সময়ে তাই প্রচুর ইলিশও ধরা পড়ছে।