রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি-র প্রয়াণে যখন সমগ্র জাতি শোকাচ্ছন্ন, তখন পটুয়াখালীর ঐতিহাসিক সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে সাড়ম্বরে কনসার্ট ও উৎসব পালনের অভিযোগ উঠেছে।
রাষ্ট্রীয় শোকের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন আয়োজনে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়া ওসমান হাদি দীর্ঘ ৬ দিন মৃত্যুর সাথে লড়াই করে গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদাতবরণ করেন।
তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ব্যপারে গভীর শোক প্রকাশ করেছেন। এবং আগামীকাল(২০ ডিসেম্বর (শনিবার) সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
এদিকে শুক্রবার জুম্মার নামাজের পর সারা দেশে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায়ই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে।
যেখানে গোটা জাতি যখন তাদের জুলাইয়ের একজন বীরকে হারানোর শোকে স্তব্ধ, তখন ১৯ ডিসেম্বর বিকেলে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের ‘ওয়েল ফেয়ার ফেস্ট’-এর নামে উচ্চস্বরে গান-বাজনা ও কনসার্ট চলতে দেখা গেছে।
এ বিষয় স্থানীয় প্রত্যক্ষদর্শী ও জুলাই আন্দোলনের কর্মীরা এই ঘটনাকে শহীদদের রক্তের সাথে চরম বেঈমানি এবং রাষ্ট্রীয় অবমাননা হিসেবে অভিহিত করেছেন।
পটুয়াখালীর জুলাই যোদ্ধারা প্রশ্ন তুলেছেন—যেখানে সরকার প্রধান নিজে ওসমান হাদিকে ‘শহীদ’ হিসেবে ঘোষণা দিয়েছেন এবং তার পরিবারের দায়িত্ব নিয়েছেন, সেখানে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের নাকের ডগায় এমন আমোদ-প্রমোদ কীভাবে সম্ভব? তারা জেলা প্রশাসক (DC) এবং পুলিশ সুপার (SP)-এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “রাষ্ট্রের শোক কি কেবল কাগজ-কলমে? পটুয়াখালীর এই সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিরা কোন পরিবর্তনের কথা বলছেন?” জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।
মুক্তিযুদ্ধের চেতনায় এবং জুলাই বিপ্লবের আদর্শে বলীয়ান হয়ে আমরা প্রশাসনের কাছে এই ঘটনার কৈফিয়ত দাবি করছি।
রাষ্ট্রীয় শোককে অবজ্ঞা করার স্পর্ধা যারাই দেখিয়েছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ