রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃস্ট লঘুচাপের কারনে বরিশাল সহ দক্ষিনাঞ্চলে শুক্রবার সকাল থেকে দিনভর ভারী বৃষ্টি হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভোর রাত থেকে একই কারনে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। পরে শুক্রবার ভোর ৬টার পরে ভারী বৃষ্টিপাত আরম্ভ হয়।
ভোর ৬টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ৩ ঘন্টায় ৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। বৃষ্টি শনিবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে বৃষ্টির কারনে চরম বিড়ম্বনার শিকার হন জনসাধারন।
শুক্রবার সকালে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
চলতি মৌসুমে বরিশালে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।