শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় কলেজের অধ্যক্ষ দুর্বৃত্তদের হাতুড়িপেটায় গুরুতর আহত মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে পারলেন না বাবা, পথেই মৃত্যু বাউফলে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ব্যবসায়ীকে মারধর, ছিনতাই, বিবস্ত্র করে ভিডিও ধারন।। শ্রমিক দল নেতা গ্রেফতার বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু পানি উন্নয়ন বোর্ড শ্রমিকনেতা আবুল কাশেম চৌধুরীর জন্য দোয়া মুনাজাত সাংবাদিককে মুঠোফোনে জেলা যুবদল নেতার হুমকি জুলাই যুদ্ধে জয়ী হলেও জীবনযুদ্ধে হেরে গেলেন বাউফলের হৃদয় বাউফলে অবৈধ ট্রলি আবারও কেড়ে নিলো একটি তাজা প্রান বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে শিবিরের বিক্ষোভ মিছিল প্রখ্যাত শ্রমিকনেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়ার আয়োজন কলাপাড়ায় চাচার পায়ের রগ কর্তন করলেন ভাতিজা কলাপাড়ায় এসএসসি পরীক্ষায় দ্বায়িত্ব গ্রহণকারী শিক্ষকদের কর্মশালা
ঘোষণা ছাড়াই বাস বন্ধ, দিনভর দুর্ভোগ সাধারণ মানুষের

ঘোষণা ছাড়াই বাস বন্ধ, দিনভর দুর্ভোগ সাধারণ মানুষের

Sharing is caring!

চট্টগ্রাম: ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযানে ক্ষুব্ধ বাস মালিকরা পূর্ব ঘোষণা ছাড়াই দিনভর বাস চলাচল বন্ধ রেখেছে। এতে দুর্ভোগে পড়েছেন গণপরিবহন-নির্ভর যাত্রীরা।

বেশি ভাড়ায় সিএনজি অটোরিকশা, টেম্পু, রিকশা এমনকি মিনি ট্রাক ও পিক-আপে চড়ে গন্তব্যে পৌঁছেছেন অনেকে। কেউ কেউ হেঁটেই পাড়ি দিয়েছেন মাইলের পর মাইল। হাতে গোনা কিছু বিআরটিসির বাস চলাচল করলেও তা ছিলো অপ্রতুল।

মোড়ে মোড়ে ছিল অপেক্ষমাণ যাত্রীদের জটলা। ছবি: উজ্জ্বল ধরনগরের কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, নতুন ব্রিজ, টাইগারপাস, আগ্রাবাদ বাদামতল, ফ্রিপোর্ট (ইপিজেড), অক্সিজেন মোড় থেকে শুরু করে দিনভর প্রতিটি মোড়ে ছিল যাত্রীদের জটলা। টেম্পু, অটোরিকশা এলে ঠেলাঠেলি করে উঠতে মরিয়া হয়ে পড়ছিলেন যাত্রীরা। বিকেলে অফিস ছুটির পরও একই চিত্র ছিল মোড়ে মোড়ে।

কাজীর দেউড়ি মোড়ে কথা হয় ইপিজেডের একটি বিদেশি কারখানায় কর্মরত সালে আহমদের সঙ্গে। তিনি বলেন, পূর্ব ঘোষণা ছাড়া এভাবে বাস বন্ধ করে দেওয়াটা প্রশাসনকে বৃদ্ধাঙুলি দেখানোর মতোই। কোনো সভ্য দেশে এমনটি কল্পনাও করা যায় না। এটি হচ্ছে যাত্রীদের জিম্মি করে অবৈধ সুবিধা নেওয়া।

বাস নেই সড়কে, বাধ্য হয়ে পিক-আপ, ট্রাকে উঠে গন্তব্যে পৌঁছেন অনেকে। ছবি: উজ্জ্বল ধরচট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বলেন, বাস মালিকরা ভীতসন্ত্রস্ত হয়ে সড়কে গাড়ি বের করেননি। আমরা সন্ধ্যায় সভায় বসছি। এরপর সিদ্ধান্ত হবে।

রাত পৌনে ১০টায় সভা শেষে তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা পাওয়া বাস মালিকের মুক্তি না হওয়া পর্যন্ত বাস সড়কে না নামানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD