শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল ঃ চন্ডিপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে বরিশালে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৬টায় বরিশাল নগরীর স্ব-রোডের শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস মন্দিরে অগ্রগামী যুব সংঘের আয়োজনে মহালয়া উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্বনাথ রায়ের চন্ডিপাঠের সঙ্গে আগমনী সংগীত পরিবেশন করেন শিল্পীরা। পাশাপাশি সাংস্কৃতিক শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ‘গীতিনাট্য’ ‘ দশপ্রহরণধারিণী’ পরিবেশন করা হয়। ভোর থেকেই অনুষ্ঠান স্থলে দেখা যায় নানা বয়সী মানুষের উপচে পরা ভিড়। মহালয়ার এমন আয়োজনে খুশি আগতরা।
বরিশালে শারদীয় উৎসব ছড়িয়ে দিতে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।