বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
মোঃ তাজেম আলী মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ২২ মার্চ ২০২৫ (শনিবার)মেহেন্দিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্ব। সেক্রেটারী মাওঃআসাদুল্লাহ আল গালীব এর সঞ্চালনায় , ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম তিনি বলেন ইসলাম দেশ,
মানবতার,অতন্ত প্রহরী একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ ভূমিকা রাখছে অতএব দেশের নিরাপত্বা ও শান্তি নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা শাখার সহ-সভাপতি শেখ সামছুল আলম মিলন, আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক উপজেলা সাধারন সম্পাদক মাষ্টার মোঃ সালাহউদ্দিন ভূইয়া,বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ পৌর শাখার আমীর মাওঃ আমানুল্লাহ বাকের,সদস্য আলহাজ্ব সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি, মোঃআবু সাঈদ, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি মোঃ মহিউদ্দিন,
যুব আন্দোলন সভাপতি হাঃমোঃআমিনুল ইসলাম,শ্রমিক সভাপতি মাওঃমোহাম্মাদ আলী বিশ্বাস জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ উপজেলা সাংগঠনিক সম্পাদক হাঃমাও কাওছার আহম্মেদ, জাতীয় শিক্ষক ফোরাম উপজেলা সহ সভাপতি মাষ্টার মোঃ আব্দুল হক, উপদেষ্টা আলহাজ্ব সুলতান আহম্মেদ বেপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের ফজিলত, সমাজে এর তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি সামাজিক সাম্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিরও অন্যতম মাধ্যম।
ইসলামের শিক্ষা অনুসরণ করে সমাজে ন্যায়বিচার, শান্তি ও মানবিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা।এর পরে দোয়া মুনাজাতের মাধ্যেমে শেষ করা হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকল অতিথির সম্মানে ইফতার পরিবেশন করা হয়।