মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আন্দোলনে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সুস্থতা কামনা করছি।
এই আন্দোলনে যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচারের আওতায় দেখতে চাই। গড়িমসি করে সময় ক্ষেপণ করা নয়, স্বল্প সময়ের মধ্যেই নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।”
সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠি পৌর স্টেডিয়ামের সামনে প্রেসক্লাব চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সেলিম তালুকদারের সন্তান রোজাকে দেখতে ঝালকাঠি আগমনের প্রাক্কালে এ পথসভা অনুষ্ঠিত হয়।