বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
আগামী ১৬ই মার্চ রবিবার ১৫ই রামাদানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বরিশাল ৪ আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদের সভাপতিত্বে মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাটে লতা , আন্ধারমানিক , বিদ্যানন্দপুর ও ভাষাণচর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে ১১ মার্চ মঙ্গলবার দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু , লতা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম তারজন , লতা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান টিপু , লতা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার হোসেন শিমু , স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল বাসার , আন্ধারমানিক ইউনিয়ন বিএনপি নেতা মোঃ তারেক হোসেন , আন্ধারমানিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সজল তালুকদার , বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম ইদ্রিস , বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ জামাল শিকদার , বিদ্যানন্দপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের মোঃ জাকির চাপরাশি , বিদ্যানন্দপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য মোঃ মাসুম মাতুব্বর , ভাষাণচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সাইফুল ইসলাম চৌধুরী বাবলু , যুগ্ম আহবায়ক মোঃ মশিউর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন ।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম , বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিগত ১৭ বছরে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয় ।