বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি এবং বরিশাল জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বশির আহমেদের ৫ম মৃত্যু বার্ষিকীতে শুক্রবার বাদ আসর বরিশাল মহানগর ও জেলা শ্রমিকদলের উদ্যোগে মুনাজাত অনুষ্ঠিত হয় ।
আয়োজিত মুনাজাতে বরিশাল মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান , বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হক ফরাজী , বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সিকদার , বরিশাল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ বরিশাল মহানগর ও জেলা শ্রমিকদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন । মুনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বরিশাল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ।
শ্রমিকনেতা বশির আহমেদের ঘনিষ্ঠ সহচর হিসেবে স্মৃতিচারণ করে মাইয়েতের রূহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান । এ সময় বশির আহমেদের পরিবারের সদস্যবৃন্দ সহ এলাকার মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন ।