শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির বর্ষবরণ অনুষ্ঠান বাউফলে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন বছরের প্রথম দিনেই বিচ্ছিন্ন দীপ অঞ্চলে সহকারী পুলিশ সুপার বাউফলে গাঁজাসহ ২৫ লাখ টাকা ও স্বর্নালংকার উদ্ধার নববর্ষে দেশীয় খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কলাপাড়ায় মামলায় স্বাক্ষী হওয়ায় পা ভেঙ্গে দিলেন বিবাদীরা
পায়রা বন্দরে মাসে ৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ছাত্রলীগের হামলায় উন্নয়ন কাজ বন্ধ, প্রকৌশলীসহ আহত-৫ জন

পায়রা বন্দরে মাসে ৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ছাত্রলীগের হামলায় উন্নয়ন কাজ বন্ধ, প্রকৌশলীসহ আহত-৫ জন

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি:

৩০ লাখ টাকা চাদার দাবীতে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের নেতৃত্বে সন্রাসীরা পটুয়াখালী পায়রা বন্দর উন্নয়ন কাজের দুই ঠিকাদার কোম্পানির লোকজনদের উপর দুইদফা হামলা ভাংচুর করে বন্ধ করে দিয়েছে উন্নয়ন কাজ। দফায় দফায় হামলা চালিয়ে বন্ধ করে দেওয়া বন্দরের উন্নয়ন কাজ এখনো শুরু করা সম্ভব হয়নি। বন্দরে থমথমে অবস্থা বিরাজ করছে। আতংক আার নিরাপত্তাহীনতায় ভুগছে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই শতাধিক কর্মকর্তা _ কর্মচারী। বন্ধ করে দেওয়া উন্নয়ন কাজ শুরু ও জীবনের নিরাপত্তা চেয়ে পায়রা বন্দরের চেয়ারম্যানের নিকট চিঠি দিয়েছে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান । মোটা অংকের চাদার দাবীতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলায় বন্ধ হয়ে গেছে পায়রা বন্দরের উন্নয়নমূলক কাজ। দাবীকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা ভাংচুর করেছে ঠিকাদার কোম্পানীর অফিস। এই সন্ত্রাসী হামলায় প্রতিষ্ঠানের প্রকৌশলীসহ আহত হয়েছে ৫ জন। এই ঘটনায় ৩ মার্চ পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াটার বার্ডস লিমিটেড ও চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ানিং কোম্পানী লিমিটেড। যার স্মারক নং ০৩০৩২০২৪/ ০৫ তারখ ৩/৩/২৪। এতে অনিয়শ্চতা দেখা দিয়েছে সরকারের অগ্রাধিকার প্রকল্পের এই উন্নয়ন কাজ যথাসময়ে উদ্বোধন নিয়ে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার সাংবাদিকদের বলেন, আমরা কোন চাঁদা চাইনি। পায়রা বন্দরের আমাদের জমি জমা গেছে। তাই এখানে আমরা কাজ চেয়েছিলাম। কাজ পাইনি দেখে আমরা কাজে বাঁধা দিয়েছি। এই ঘটনায় আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানাগেছে। লিখিত অভিযোগপত্র ও ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সরকারের অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্পের অধীনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের প্রথম টার্মিনালের উন্নয়ন কাজ করে আসছে দেশী ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াটার বার্ডস লিমিটেড ও চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ানিং কোম্পানী লিমিটেড। প্রথম দফায় গত ২৬ ফেব্রæয়ারি বিকেল ৩ টার দিকে বন্দরের ১ম টার্মিনালের উন্নয়ন কাজের স্থানে গিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক তালুকদারের নেতৃত্বে জিতু, রনি, সজীব মৃধা, বাশার, রাজা, তুহিন তালুকদার, উজ্জ্বল তালকুদার, জুয়েল তালুকদারসহ ৩০ টি মোটরসাইকেলে ৭০ থেকে ৮০ জন বহিরাগত লোক পায়রা বন্দর এলাকায় প্রবেশ করে এবং দুই ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে ৩০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাহিদাকৃত ৩০ লাখ টাকা প্রতি মাসে না দিলে পায়রা বন্দরে কোন ধরনের কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি প্রদান করে কাজ বন্ধ করে দেয়। এসময় তারা হামলা ভাংচুর করে পুরো এলাকায় ত্রাসের সৃষ্টি করে। এসময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তার সঙ্গীদের হামলায় ওয়াটার বার্ডস লিমিটেডের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী জাহিদুল ইসলাম, স্টোর কিপার মনির হোসেন, ড্রাইভার দুলাল মৃধাসহ ৫ জন আহত হয়। আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনার পর থেকে বন্দরের উন্নয়ন কাজ বন্ধ রেখেছে দুইটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এই বিষয়ে ওয়াটার বার্ডস লিমিটেডের প্রধান প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, ২৬ ফেব্রুয়ারি বিকেলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদারের নেতৃত্বে দলবল প্রায় শতাধিক সন্ত্রাসী এসে আমাদের অফিসে হামলা চালিয়ে আমাদের কর্মীদের আহত করে। এবং প্রতি মাসে ৩০ লাখ টাকা করে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে কাজ বন্ধ রাখার হুমকি দিয়ে গেছেন। ঐ দিনের পর থেকে পায়রা বন্দরের উন্নয়ন কাজ এখন বন্ধ রয়েছে। আমরা এই ঘটনার পর পায়রা বন্দর কর্তৃপক্ষকে আমরা ও চায়নিজ কোম্পানি লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি। কাজও চালু করা সম্ভব হয়নি। ছাত্রলীগের নেতাকর্মীরা সব সময় আমাদের পাহারা দেয়। তাই কাজ করা সম্ভব হচ্ছে না। এব্যাপারে পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো.নাসিরউদ্দিন বলেন, ‘আমরা ঐ প্রকল্পের কাজে নিয়োজিত একটি চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ানিং কোম্পানী লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার লি জোইং এবং দেশী ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াটার বার্ডস লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার জাহিদুল ইসলামের আলাদা দুইটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী জুনের মধ্যে কাজ উদ্বোধন করার কথা রয়েছে । তবে কাজ বন্ধ থাকায় সমস্যার সৃষ্টি হচ্ছে। কাজ না হলে যথাসময়ে প্রকল্প উদ্বোধন করা সম্ভব না। জেলা ছাত্র লীগের সভাপতি সাইফুল ইসলাম যুগান্তরকে জানান, কলাপাড়া উপজেলা ছাত্র লীগের কোন কমিটি নেই। আমরা যে কমিটি দিয়েছিলাম সে কমিটি কেন্দ্র থেকে স্থাগীত করা হয়েছে। ও (আশিক তালুকদার )এর আগের কমিটির সাধারণ সম্পাদক ছিল। ও এখন ছাত্র লীগের কেউ না। কলাপাড়া থানার ওসি আলী হোসেন বলেন, এব্যাপারে তার কাছে কোন লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। তবে পায়রা পোর্টের চেয়ারম্যানের সাথে আজ ( ৫ মার্চ) বৈঠক হয়েছে বলে স্বীকার করলেও কি ব্যাপারে বৈঠক হয়েছে তা বলতে তিনি অপারগতা প্রকাশ করেন। এব্যাপারে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও পায়রা বন্দরের চেয়ারম্যানের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD