সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
বরিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন। অবরোধের সমর্থনে সড়কে অগ্নি সংযোগ
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে নাশকতা ঠেকাতে বরিশালে দুই প্লাটুন বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে । অবরোধের মধ্যে হামলার শঙ্কায় রাজধানীর পাশাপাশি বরিশালের নিরাপত্তা জোরদার করা হয়েছে । বরিশালে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে দুই প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো শহিদুল ইসলাম । তিনি বলেন, বিজিবি সদস্যরা এরইমধ্যে টহল কার্যক্রম পরিচালনা করছেন। বিজিবি সদস্যরা অবরোধের সময় দেশের সব মহাসড়কে টহল দেবেন। পাশাপাশি মানুষের চলাচল বা পণ্য পরিবহন নির্বিঘ করতে কাজ করবেন তারা । সেই সঙ্গে বিশৃঙ্খল প্রতিরোধ ও কাজ করবেন তারা । গুজব বা মিথ্যা তথ্য, ছবি দিয়ে কেউ যেন অস্থিতিশীলতা বা আতঙ্ক ছড়াতে না পারে, সেজন্যও কাজ করবে বিজিবি।