রবিবার, ০৬ Jul ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

অনলাইন ডেক্স: কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যত প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালে বিশ্ব শিক্ষক দিবস ২০২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর সিএন্ডবি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও গনসাক্ষরতা অভিযান’র উদ্যাগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই বলেন, বিশ্বে ৯ কোটি ৭৩ লাখ শিক্ষক রয়েছে।

তারমধ্যে বাংলাদেশে রয়েছে প্রায় ১০ লাখ শিক্ষক। পূর্বের তুলনায় সরকার শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নয়ন করেছে। অনুষ্ঠানে সেই সব আলোচনার তুলনায় নেতিবাচক বিষয়গুলো তুলে ধরেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৪র্থ লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষা নিশ্চিতকরণ। চতুর্থ শিল্পবিপ্লব, জ্ঞান ও প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধির শিক্ষা ও শিক্ষ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিক্ষক। কারণ, একজন শিক্ষক এবং শিক্ষা বিশেষজ্ঞই পারেন তথ্য-উপাত্তের ভিত্তিতে জ্ঞানের অজানা জগৎ এবং ক্রমবর্ধমান জ্ঞানের সঙ্গে শিক্ষার্থীদের সারা বিশ্বে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন জ্ঞানের সংযোগ ঘটাতে।

কিন্তু বাংলাদেশের ন্যায় সারা বিশ্বে এমন শিক্ষকদের শিক্ষক স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে। এই জটিল পরিস্থিতির পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন: শিক্ষকদের কাজের চাপ বৃদ্ধি এবং পেশাগত অবস্থার অবনতি হওয়ায় শিক্ষকতা পেশা তার স্বকীয়তা হারাচ্ছে। সুতরাং প্রতিটি শিক্ষক সময় মত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি এবং সঠিকভাবে দায়িত্ব পালন করলে সিংহভাগ সমস্যাগুলো সমাধান হয়ে যায়।

বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। এবং প্রতিপাদ্য শীর্ষক বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন, সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী। সভায় মুক্ত আলোচনা করেন, কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, চরকাউয়া তোফায়েল আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স,ম হুমায়ুন কবির, রায়পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ মনির হোসেন, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক সিরাজুম মুনির টিটু, কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিবা পাত্র, বিএম কলেজের শিক্ষার্থী লিসা আক্তার, আরোহী সংস্থার পরিচালক খোরশেদ আলম, সংবাদকর্মী রবিউল ইসলাম রবি ও পারভেজ রাসেল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD