মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির নেতাকর্মী এবং সমর্থকদের মাঝ থেকে বর্তমান ফ্যাসিবাদী অবৈধ ভোটচোর সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে অংশ নেয়া নিরীহ কর্মী যারা গুমের শিকার হয়েছেন তাদের স্বরণে বিগত বছরের ন্যায় এবারো ৩০ শে আগস্ট আন্তর্জাতিক গুম দিবস সারাদেশের ন্যায় বরিশালেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার সংগ্রামী আহবায়ক ছাত্রদলের সোনালী ফসল মোঃ রফিকুল ইসলাম জনি এবং বিপ্লবী সদস্য সচিব মোঃ কামরুল আহসানের নেতৃত্বে বুধবার সকালে সদর রোডে মুখে কালো কাপড় এবং কালো পতাকা হাতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের মৌন মিছিল অনুষ্ঠিত হয় ।
বি এন পি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সদর রোড হয়ে খান বাহাদুর হেমায়েত উদ্দীন রোড , চকবাজার , কাটপট্টি ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলের সমাপ্তি ঘোষনা করা হয় । এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম জনি এবং সদস্য সচিব মোঃ কামরুল আহসান বলেন , বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়ে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় ফ্যাসিবাদী সরকার কে ক্ষমতা থেকে সরিয়ে অবরুদ্ধ গণতন্ত্র কে মুক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি এস এম জিলানী এবং সংগ্রামী সদস্য সচিব রাজীব আহসানের নেতৃত্বে আগামী দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে হারানো গণতন্ত্র উদ্ধারে সকল কে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে । গুমের সাথে জড়িত সকল কালপ্রিটদের সুষ্ঠু বিচারের আওতায় আনা কেবলমাত্র তখনই সম্ভব হবে । যাতে করে ভয়াবহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে ।